মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১১ মে ২০২০ :
সব কিছু সিথিল হচ্ছে। কিন্তু করোনা প্রতিদিন বিস্তার করছে তার থাবা। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা নওগাঁয়। নতুন করে শনাক্ত হয়েছেন ৮ জন। এনিয়ে এজেলায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৭০ এ।
সোমবার সকাল ১০ টায় নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মঞ্জুর-এ-মুর্শেদ জানান, ঢাকার আইইডিসিআর থেকে রবিবার সন্ধ্যায় ১৬৫ টি নমুনার ফলাফল আসে। এর মধ্যে ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে পত্নীতলা উপজেলায় ৪ জন, বদলগাছী উপজেলায় ২ জন, মান্দা উপজেলায় ১ জন ও ধামইরহাট উপজেলায় ১ জন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিক্যাল অফিসার রয়েছেন। বাঁকীরা ঢাকা ফেরত। তবে আক্রান্তদের কারও শরীরে করোনাভাইরাসের তেমন কোন উপসর্গ নেই। ইতিমধ্যে তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। আক্রান্তদের শারীরিক অবস্থা দেখে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান তিনি।
আক্রান্ত ৭০ জনের মধ্যে সাপাহার উপজেলার একজন রাজশাহী মেডিক্যাল কলেজে ১০ দিন চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে রবিবার বাড়ী ফিরেছেন।
এ পর্যন্ত নওগাঁ জেলা থেকে ১ হাজার ৬৫৭ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছে। তারমধ্যে ১ হাজার ৩৫৭ জনের পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এখন হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৬৬৪ জন। #