
মহাদেবপুর দর্পণ, রওশন জাহান, নওগাঁ, ২৮ সেপ্টেম্বর ২০১৯ :
শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন পালন উপলক্ষে শনিবার বিকেলে নওগাঁ জেলা যুবলীগের উদ্যোগে আনন্দ র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিকেল ৫ টায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মালেক প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট খোদাদাদ খান পিটু এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক শ্রী বিমান কুমার রায় বক্তব্য দেন। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ভ্যাকসিন হিরো’ উপাধি লাভ করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
জেলা, থানা, পৌর ও ওয়ার্ড যুবলীগ, মহিলা যুবলীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন। #