মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১০ মে ২০২০ :
গত চব্বিশ ঘন্টায় নওগাঁয় আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তার বাড়ী জেলার বদলগাছি উপজেলায়। তিনি ঢাকায় সব্জি ব্যবসায় করতেন। এনিয়ে নওগাঁ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬২ এ।
আক্রান্তের মধ্যে রয়েছেন রাণীননগর উপজেলায় ১৭ জন, সাপাহার উপজেলায় ১২ জন, নিয়ামতপুর উপজেলায় ১০ জন, মহাদেবপুর উপজেলায় ৮ জন, আত্রাই উপজেলায় ৬ জন, বদলগাছী উপজেলায় ৩ জন, মান্দা উপজেলায় ২ জন, পত্নীতলা উপজেলায় ২ জন, ধামইরহাট উপজেলায় ১ জন, ও পোরশা উপজেলায় ১ জন। নওগাঁ সদর উপজেলা এখনও করোনামুক্ত রয়েছে।
নওগাঁর সিভিল সার্জন অফিসের কন্ট্র্রোল রুম সূত্র জানায়, এ জেলা থেকে রবিবার সকাল পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ১ হাজার ৬৫৭ জনের। শনিবার সন্ধ্যা পর্যন্ত ফলাফল পাওয়া গেছে ১ হাজার ১৯২ জনের।
শনিবার সকাল ৮ টা থেকে রবিবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১৩৬ জনকে হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। এদের মধ্যে ধামইরহাট উপজেলায় ৩২ জন, মহাদেবপুর উপজেলায় ২৩ জন, বদলগাছী উপজেলায় ২৪ জন, নিয়ামতপুর উপজেলায় ১৭ জন, সাপাহার উপজেলায় ১৪ জন, সদর উপজেলায় ৯ জন, রাণীনগর উপজেলায় ৬ জন, পোরশা উপজেলায় ৩ জন ও আত্রাই উপজেলায় ১ জন।
এই ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১১৪ জনকে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ১ হাজার ৫শ ৪৩ জন। #