মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ৪ মে ২০২০ :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনরেল কাজী শরীফ কায়কোবাদ এনডিসি পিএসসি জি এর নির্দেশনায় প্রান্তিক পর্যায়ে ৬১ লক্ষ সদস্যের মধ্যে স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্য সদস্যাদের মাঝে সারাদেশে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে। এরই অংশ হিসাবে রবিবার রাজশাহী রেঞ্জের নওগাঁ জেলার ১১ টি উপজেলার ৯৯ টি ইউনিয়নে ৩ হাজার ৩০০ স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্য সদস্যাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ উদ্বোধন করা হয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ পরিচালক মো: ফকরুল ইসলামের তত্ত্বাবধানে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নওগাঁ জেলা কমান্ড্যান্ট জহুরুল ইসলাম। এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মুহা: আব্দুল কাদীর, প্রশিক্ষক মো: মামুনুর রশিদ ও মোছা: রওশান আরা বেগম প্রমুখ।
এই কর্মসূচীর মাধ্যমে ৫ লক্ষ ৫০ হাজার মানুষের এক সপ্তাহের খাবারের ব্যবস্থা করা হয়েছে। দেশের ৬৪ টি জেলার প্রতি উপজেলায় ৩০০ টি পরিবার হিসেবে ৪৯২ টি উপজেলায় মোট ১ লক্ষ ৪৭ হাজার ৬০০ পরিবারে এক সপ্তাহের খাবার হিসেবে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, সাবান ও মাস্ক বিতরণ করা হবে। প্রতি পরিবারে গড়ে ৪ জন করে সদস্য হলে প্রায় ৬ লক্ষ মানুষ এক সপ্তাহের খাদ্য সহায়তার আওতায় আসবে।
জেলা কমান্ড্যান্ট বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সরকারের যথাযথ নির্দেশনা মোতাবেক মহামারী করোনাভাইরাস মোকাবেলায় দুর্যোগের শুরু থেকেই বিভিন্ন কার্যক্রমে অনন্য ভূমিকা রেখে যাচ্ছে। এই জটিল সংক্রমন রোগের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি মানবতার পক্ষে লড়াইয়েও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কাজ করে যাচ্ছে। শুরু থেকেই এই বাহিনী জন সচেতনতায় লিফলেট বিতরণ, ব্যানার প্রদর্শন, সামাজিক দূরুত্ব ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করণ, মাস্ক বিতরণ, ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। #