মহাদেবপুর দর্পণ, তোফাজ্জল হোসেন, নিয়ামতপুর (নওগাঁ), ৩ মে ২০২০ :
রবিবার বেলা ১১ টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিআরডিবি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দু:স্থ ও অসহায় রোগীদের চিকিৎসার জন্য এবং কওমী মাদ্রাসার দু:স্থ ও এতিম শিক্ষার্থীদের জন্য অনুদানের চেক বিতরণের আয়োজন করা হয়।
উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৩৭ জন অসহায় দু:স্থ্ রোগীর জন্য ১৫ লাখ ৮০ হাজার টাকা ও ১৬ টি কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ১ লাখ ৬৫ হাজার টাকার চেক বিতরণ করেন।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুজ্জামান, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নইম প্রমুখ। #