মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ২ মে ২০২০ :
শনিবার দুপুরে নওগাঁ জেলা কারাগার থেকে ১১ জন বন্দীকে মুক্তি দেয়া হয়েছে। এরা হলেন, বদলগাছী উপজেলার আহাদ আলী, সাইফুল ইসলাম, নয়ন হোসেন, জুয়েল হোসেন, মিজানুর রহমান, আসলাম হোসেন, সেতু মিয়া, জাহিদুল ইসলাম, রুবেল হোসেন, ধামইরহাট উপজেলার মো: মিলন ও সদর উপজেলার রোভেল হোসেন।
জেলা কারাগার সূত্র জানায়, সরকার করোনা পরিস্থিতির কারণে সারাদেশের কারাগার থেকে লঘু অপরাধে দন্ডপ্রাপ্ত বন্দী এবং যাদের সাজার মেয়াদের বেশীর ভাগ ইতমধ্যে খাটা হয়েছে, তাদের মুক্তির বিষয়ে ৩ টি ধাপে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
এই প্রক্রিয়ায় ১ম ধাপে ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত সাজাপ্রাপ্ত ১১ জন বন্দীকে নওগাঁ জেলা কারাগার থেকে মুক্তি দেয়া হয়। #