নওগাঁ ০১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

করোনার করাল থাবা নওগাঁয় : একদিনে আক্রান্ত ১৬

মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ২৯ এপ্রিল ২০২০ :

করোনার করাল থাবা হানা দিয়েছে এবার নওগাঁয়। এক দিনেই আক্রান্ত হয়েছেন ১৬ জন। এনিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ তে।

নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন রাণীনগর উপজেলায় ৫ জন, মহাদেবপুর উপজেলায় ২ জন, সাপাহার উপজেলায় ৩ জন, আত্রাই উপজেলায় ৩ জন, মান্দা উপজেলায় ২ জন ও পোরশা উপজেলায় ১ জন। এর আগে গত ২৪ মে রাণীনগর উপজেলায় আরো ১ জন শনাক্ত হয়।

বুধবার সকাল ১০ টায় নওগাঁর সিভিল সার্জন ডা: আকন্দ মো: আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্ত সকলকে পরিবারের সদস্যসহ হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং তাদের ও আশেপাশের বাড়ী লকডাউন ঘোষণা করা হয়েছে।

তিনি জানান, শনাক্তরা বেশীর ভাগই ঢাকা থেকে ফেরত। ঢাকা থেকে আসার পর জ্বর দেখা দিলেও করোনায় আক্রান্তের আর তেমন কোন লণ ছিল না।

তিনি জানান, রাণীনগরে নতুন করে আক্রান্ত ৫ জনের মধ্যে আগে আক্রান্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ষ্টাফ নার্সের স্বামী, এমএলএসএস ও এম্ব্যুলেন্স ড্রাইভার আক্রান্ত হয়েছেন। আত্রাইয়ে একই পরিবারের ৩ জন ও সাপাহারে আক্রান্ত ৩ জনের মধ্যে একই পরিবারের ২ জন রয়েছেন।

এ পর্যন্ত নওগাঁ থেকে ৭৮৩ জনের নমুনা পরীার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছিল। ৫১৫ জনের পরীার ফলাফল পাওয়া গেছে।

এখন হোম কোয়ারেন্টাইনে আছেন ১০৬২ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৩৭ জন। #

আপলোডকারীর তথ্য

করোনার করাল থাবা নওগাঁয় : একদিনে আক্রান্ত ১৬

প্রকাশের সময় : ১২:৩৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০

মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ২৯ এপ্রিল ২০২০ :

করোনার করাল থাবা হানা দিয়েছে এবার নওগাঁয়। এক দিনেই আক্রান্ত হয়েছেন ১৬ জন। এনিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ তে।

নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন রাণীনগর উপজেলায় ৫ জন, মহাদেবপুর উপজেলায় ২ জন, সাপাহার উপজেলায় ৩ জন, আত্রাই উপজেলায় ৩ জন, মান্দা উপজেলায় ২ জন ও পোরশা উপজেলায় ১ জন। এর আগে গত ২৪ মে রাণীনগর উপজেলায় আরো ১ জন শনাক্ত হয়।

বুধবার সকাল ১০ টায় নওগাঁর সিভিল সার্জন ডা: আকন্দ মো: আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্ত সকলকে পরিবারের সদস্যসহ হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং তাদের ও আশেপাশের বাড়ী লকডাউন ঘোষণা করা হয়েছে।

তিনি জানান, শনাক্তরা বেশীর ভাগই ঢাকা থেকে ফেরত। ঢাকা থেকে আসার পর জ্বর দেখা দিলেও করোনায় আক্রান্তের আর তেমন কোন লণ ছিল না।

তিনি জানান, রাণীনগরে নতুন করে আক্রান্ত ৫ জনের মধ্যে আগে আক্রান্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ষ্টাফ নার্সের স্বামী, এমএলএসএস ও এম্ব্যুলেন্স ড্রাইভার আক্রান্ত হয়েছেন। আত্রাইয়ে একই পরিবারের ৩ জন ও সাপাহারে আক্রান্ত ৩ জনের মধ্যে একই পরিবারের ২ জন রয়েছেন।

এ পর্যন্ত নওগাঁ থেকে ৭৮৩ জনের নমুনা পরীার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছিল। ৫১৫ জনের পরীার ফলাফল পাওয়া গেছে।

এখন হোম কোয়ারেন্টাইনে আছেন ১০৬২ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৩৭ জন। #