মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ২৯ এপ্রিল ২০২০ :
করোনার করাল থাবা হানা দিয়েছে এবার নওগাঁয়। এক দিনেই আক্রান্ত হয়েছেন ১৬ জন। এনিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ তে।
নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন রাণীনগর উপজেলায় ৫ জন, মহাদেবপুর উপজেলায় ২ জন, সাপাহার উপজেলায় ৩ জন, আত্রাই উপজেলায় ৩ জন, মান্দা উপজেলায় ২ জন ও পোরশা উপজেলায় ১ জন। এর আগে গত ২৪ মে রাণীনগর উপজেলায় আরো ১ জন শনাক্ত হয়।
বুধবার সকাল ১০ টায় নওগাঁর সিভিল সার্জন ডা: আকন্দ মো: আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্ত সকলকে পরিবারের সদস্যসহ হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং তাদের ও আশেপাশের বাড়ী লকডাউন ঘোষণা করা হয়েছে।
তিনি জানান, শনাক্তরা বেশীর ভাগই ঢাকা থেকে ফেরত। ঢাকা থেকে আসার পর জ্বর দেখা দিলেও করোনায় আক্রান্তের আর তেমন কোন লণ ছিল না।
তিনি জানান, রাণীনগরে নতুন করে আক্রান্ত ৫ জনের মধ্যে আগে আক্রান্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ষ্টাফ নার্সের স্বামী, এমএলএসএস ও এম্ব্যুলেন্স ড্রাইভার আক্রান্ত হয়েছেন। আত্রাইয়ে একই পরিবারের ৩ জন ও সাপাহারে আক্রান্ত ৩ জনের মধ্যে একই পরিবারের ২ জন রয়েছেন।
এ পর্যন্ত নওগাঁ থেকে ৭৮৩ জনের নমুনা পরীার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছিল। ৫১৫ জনের পরীার ফলাফল পাওয়া গেছে।
এখন হোম কোয়ারেন্টাইনে আছেন ১০৬২ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৩৭ জন। #