নওগাঁ ০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

স্বাভাবিক জীবনে ফেরা ৫৬ জনের মধ্যে খাবার বিতরণ করলেন নওগাঁর এসপি

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ২৫ এপ্রিল ২০২০ :

নওগাঁয় মাদক ব্যবসা ও চোরাচালান ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা ৫৬ পরিবারের মাঝে খাদ্য সহায়তা করলেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম। শনিবার সকালে নিজ উদ্যোগে তিনি বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

অতিরিক্ত পুলিশ সুপার মুহা. রাশিদুল হক, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন, ইন্সপেক্টরর (তদন্ত) ফয়সাল আহমেদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যর এসময় পুলিশ সুপারের সঙ্গে ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ৮ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি’র কাছে আত্ম সমর্পনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসে নওগাঁর ৫৬ শীর্ষ মাদক ব্যবসায়ী। এর আগে তারা ইয়াবা, ফেন্সিডিলসহ অন্যান্য মরণ নেশাদ্রব্য চোরাচালান ও বিক্রির সাথে জড়িত ছিল। ২০২০ সালের শুরুতেই জেলা জুড়ে পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে নামলে স্বাভাবিক জীবনে ফিরে আসার আবেদন করে মাদক ব্যবসায়ীরা। তাদের প্রতিশ্রুতি মোতাবেক জেলা পুলিশ আত্ম সমর্পনের প্রক্রিয়া সম্পন্ন করে।

আলোর পথে ফিরে আসার পর তাদেরকে প্রতিনিয়ত নজরদারীতে রাখা হয়েছে। স্বাভাবিক জীবনে ফেরাদের মধ্যে ১ জন ছাড়া বাঁকি প্রত্যেকেই কৃষি কাজ, গরু ছাগল পালন ও ক্ষুদ্র ব্যবসায়সহ বিভিন্ন বৈধ আয় রোজগার করে স্বাভাবিক জীবন যাপন করছেন। কিন্তু হঠাৎই করোনাভাইরাস মোকাবিলা করতে গিয়ে তাদের অনেকেই বাড়িতে কর্মহীন হয়ে বসে আছেন। তাই পুলিশ সুপার নিজ উদ্যোগে পরিবারগুলোকে চাল, ডাল, ভোজ্য তেলসহ বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী প্রদান করেন।

পুলিশ সুপার বলেন, করোনা মোকাবিলা করতে গিয়ে অনেক মানুষ অসহায় হয়ে পরেছেন। তাই জেলার ১১ টি উপজেলার বিভিন্ন স্থানে অসহায় ও দরিদ্র মানুষকে জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় স্বাভাবিক জীবনে ফেরা ব্যক্তির পরিবারকেও খাদ্য সহায়তা দেয়া হয়েছে। মাদক ছেড়ে সুস্থ্ধারায় ও স্বাভাবিক জীবনে ফিরে আসলে যে কাউকে পুলিশ সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন। #

আপলোডকারীর তথ্য

স্বাভাবিক জীবনে ফেরা ৫৬ জনের মধ্যে খাবার বিতরণ করলেন নওগাঁর এসপি

প্রকাশের সময় : ০১:৫৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ২৫ এপ্রিল ২০২০ :

নওগাঁয় মাদক ব্যবসা ও চোরাচালান ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা ৫৬ পরিবারের মাঝে খাদ্য সহায়তা করলেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম। শনিবার সকালে নিজ উদ্যোগে তিনি বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

অতিরিক্ত পুলিশ সুপার মুহা. রাশিদুল হক, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন, ইন্সপেক্টরর (তদন্ত) ফয়সাল আহমেদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যর এসময় পুলিশ সুপারের সঙ্গে ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ৮ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি’র কাছে আত্ম সমর্পনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসে নওগাঁর ৫৬ শীর্ষ মাদক ব্যবসায়ী। এর আগে তারা ইয়াবা, ফেন্সিডিলসহ অন্যান্য মরণ নেশাদ্রব্য চোরাচালান ও বিক্রির সাথে জড়িত ছিল। ২০২০ সালের শুরুতেই জেলা জুড়ে পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে নামলে স্বাভাবিক জীবনে ফিরে আসার আবেদন করে মাদক ব্যবসায়ীরা। তাদের প্রতিশ্রুতি মোতাবেক জেলা পুলিশ আত্ম সমর্পনের প্রক্রিয়া সম্পন্ন করে।

আলোর পথে ফিরে আসার পর তাদেরকে প্রতিনিয়ত নজরদারীতে রাখা হয়েছে। স্বাভাবিক জীবনে ফেরাদের মধ্যে ১ জন ছাড়া বাঁকি প্রত্যেকেই কৃষি কাজ, গরু ছাগল পালন ও ক্ষুদ্র ব্যবসায়সহ বিভিন্ন বৈধ আয় রোজগার করে স্বাভাবিক জীবন যাপন করছেন। কিন্তু হঠাৎই করোনাভাইরাস মোকাবিলা করতে গিয়ে তাদের অনেকেই বাড়িতে কর্মহীন হয়ে বসে আছেন। তাই পুলিশ সুপার নিজ উদ্যোগে পরিবারগুলোকে চাল, ডাল, ভোজ্য তেলসহ বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী প্রদান করেন।

পুলিশ সুপার বলেন, করোনা মোকাবিলা করতে গিয়ে অনেক মানুষ অসহায় হয়ে পরেছেন। তাই জেলার ১১ টি উপজেলার বিভিন্ন স্থানে অসহায় ও দরিদ্র মানুষকে জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় স্বাভাবিক জীবনে ফেরা ব্যক্তির পরিবারকেও খাদ্য সহায়তা দেয়া হয়েছে। মাদক ছেড়ে সুস্থ্ধারায় ও স্বাভাবিক জীবনে ফিরে আসলে যে কাউকে পুলিশ সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন। #