নওগাঁ ০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

করোনা সনাক্ত হওয়া যুবকের নওগাঁর ঠিকানা সঠিক নয়

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ২০ এপ্রিল ২০২০ :

রবিবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে করোনাভাইরাস পজেটিভ হওয়া যুবকের নওগাঁর ঠিকানা সঠিক নয়।

রাজশাহী থেকে প্রচার হওয়া খবরে নওগাঁ জেলা জুড়ে তোলপাড় শুরু হয়। জেলার প্রত্যন্ত পল্লী থেকে মানুষ এ খবরের সত্যতা যাচাইয়ের জন্য উৎসুক হয়ে ওঠেন।

এ অবস্থায় নওগাঁর সিভিল সার্জন ডা: আকন্দ মো: আখতারুজ্জামান আলাল রবিবার দিবাগত রাত ৯ টায় তার কার্যালয়ের কন্ট্রোল রুমে সাংবাদিকদের প্রকৃত বিষয়টি ব্যাখ্যা করেন।

তিনি জানান, এদিন রাত সাড়ে ৮ টায় রাজশাহী থেকে ৩৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে ৩৪ জনের রেজাল্ট নিগেটিভ। অপরজনের রেজাল্ট পজেটিভ দেখানো হয়। কিন্তু তার পরিচয়ে লেখা হয় নওগাঁর আত্রাই উপজেলার মাজেদুল ইসলাম। কিন্তু এ নামে কারও নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়নি।

তিনি জানান, আত্রাই উপজেলার বলরাম চক গ্রামের রাশেদুল ইসলাম গত ৯ এপ্রিল নারায়নগঞ্জ থেকে গ্রামে আসলে তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে নমুনা সংগ্রহ করে ১২ এপ্রিল পরীক্ষার জন্য পাঠানো হয়। ইতিমধ্যেই তার ১০ দিন অতিবাহিত হয়েছে এবং তিনি সুুস্থ্য রয়েছেন।

সন্দেহ দূর করার জন্য সোমবার তার নমুনা আবার সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফল পাওয়া গেলে সব বিষয় স্পষ্ট হবে। #

আপলোডকারীর তথ্য

করোনা সনাক্ত হওয়া যুবকের নওগাঁর ঠিকানা সঠিক নয়

প্রকাশের সময় : ০১:৫৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ২০ এপ্রিল ২০২০ :

রবিবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে করোনাভাইরাস পজেটিভ হওয়া যুবকের নওগাঁর ঠিকানা সঠিক নয়।

রাজশাহী থেকে প্রচার হওয়া খবরে নওগাঁ জেলা জুড়ে তোলপাড় শুরু হয়। জেলার প্রত্যন্ত পল্লী থেকে মানুষ এ খবরের সত্যতা যাচাইয়ের জন্য উৎসুক হয়ে ওঠেন।

এ অবস্থায় নওগাঁর সিভিল সার্জন ডা: আকন্দ মো: আখতারুজ্জামান আলাল রবিবার দিবাগত রাত ৯ টায় তার কার্যালয়ের কন্ট্রোল রুমে সাংবাদিকদের প্রকৃত বিষয়টি ব্যাখ্যা করেন।

তিনি জানান, এদিন রাত সাড়ে ৮ টায় রাজশাহী থেকে ৩৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে ৩৪ জনের রেজাল্ট নিগেটিভ। অপরজনের রেজাল্ট পজেটিভ দেখানো হয়। কিন্তু তার পরিচয়ে লেখা হয় নওগাঁর আত্রাই উপজেলার মাজেদুল ইসলাম। কিন্তু এ নামে কারও নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়নি।

তিনি জানান, আত্রাই উপজেলার বলরাম চক গ্রামের রাশেদুল ইসলাম গত ৯ এপ্রিল নারায়নগঞ্জ থেকে গ্রামে আসলে তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে নমুনা সংগ্রহ করে ১২ এপ্রিল পরীক্ষার জন্য পাঠানো হয়। ইতিমধ্যেই তার ১০ দিন অতিবাহিত হয়েছে এবং তিনি সুুস্থ্য রয়েছেন।

সন্দেহ দূর করার জন্য সোমবার তার নমুনা আবার সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফল পাওয়া গেলে সব বিষয় স্পষ্ট হবে। #