নওগাঁ ১২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নওগাঁয় টিসিবির পণ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ

মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, নওগাঁ, ৯ এপ্রিল ২০২০ :

নওগাঁয় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ডিলারদের বিরুদ্ধে পণ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধকে কেন্দ্র করে বাজার নিয়ন্ত্রণের জন্য সরকার নিম্ন আয়ের মানুষের মধ্যে ভর্তুকিমূল্যে টিসিবির মাধ্যকে পণ্য বিক্রি শুরু করে।

নওগাঁ শহরে এসব পণ্য বিক্রির জন্য দুইজন ডিলার নিয়োগ দেয়া হয়। গত রবিবার তাদের পণ্য বিক্রির কথা ছিল। তারা সরকারী গুদাম থেকে পণ্য উত্তোলন করলেও একজন ডিলার তা বিক্রি করেনি বলে অভিযোগ করা হয়।

দুই ডিলারের প্রতিজন ২ লাখ ২৪ হাজার ২৫০ টাকা মূল্যের ২ হাজার লিটার তেল, ১ হাজার ৫০০ কেজি চিনি ও ১৫০ কেজি ডাল বিক্রির জন্য উত্তোলন করে। বিকেলে ৪টা থেকে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে কবিরাজের পাম্পে মেসার্স মুনসুর ট্রেডার্স পণ্যগুলো বিক্রি করে। কিন্তু বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে মেসার্স শাওন ট্রেডার্স পণ্য বিক্রির ঘোষণা দিলেও তা বিক্রি করা হয়নি। ঘোষণা জানতে পেরে অনেকেই দুপুর থেকে রাত ৮ টা পর্যন্ত বাসস্ট্যান্ডে অপেক্ষা করেও পণ্য বিক্রির ট্রাক না আসায় তারা ফিরে যান। সন্ধ্যায় কয়েকজন ক্রেতা সেখান থেকে মোবাইলফোনে খবর নিলে শাওন ট্রেডার্সের মালিক শ্যামল জানান, ট্রাক আসতে দেরী হবে।

পরদিন মুনসুর ট্রেডার্সের মালিক ইউনুছ আলী সুজন জানান যে, ট্রাক আসতে দেরী হওয়ায় পুরাতন বাসস্ট্যান্ডে একই সাথে দুই ডিলারের পণ্য বিক্রি করা হয়েছে। বিষয়টি প্রশাসনকে অবগত করানো হয়েছে বলেও তিনি জানান।

শাওন ট্রেডার্সের ডিলার শ্যামল বলেন, বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে ওইদিন পরে পণ্য বিক্রি করা হয়েছে। কবিরাজের পাম্পে একই সাথে দুই ডিলারের পণ্য বিক্রি করা হয়েছে কিনা তা তিনি জানেন না বলেও জানান।

জেলা বাজার কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, রবিবার দুইজন ডিলারের বরাদ্দ এসেছে। এর মধ্যে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে কবিরাজের পাম্পে বিকেলে একজন বিক্রি করেছেন। এছাড়া শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে অপর একজন বিক্রি করার কথা থাকলেও রাত ৮ টায় পণ্যের গাড়ি আসায় তা বিক্রি করা হয়নি।

নওগাঁ জেলা প্রশাসক মো: হারুন অর রশীদ বলেন, “দুইজন ডিলারের পণ্য এক সাথে একই জায়গায় বিক্রি করা হবে এমন তথ্য আমার জানা নাই। তবে কোন অনিয়ম হলে ছাড় দেয়া যাবে না। তদন্তে প্রমাণ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে”।#

আপলোডকারীর তথ্য

নওগাঁয় টিসিবির পণ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ

প্রকাশের সময় : ০৮:০২:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০

মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, নওগাঁ, ৯ এপ্রিল ২০২০ :

নওগাঁয় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ডিলারদের বিরুদ্ধে পণ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধকে কেন্দ্র করে বাজার নিয়ন্ত্রণের জন্য সরকার নিম্ন আয়ের মানুষের মধ্যে ভর্তুকিমূল্যে টিসিবির মাধ্যকে পণ্য বিক্রি শুরু করে।

নওগাঁ শহরে এসব পণ্য বিক্রির জন্য দুইজন ডিলার নিয়োগ দেয়া হয়। গত রবিবার তাদের পণ্য বিক্রির কথা ছিল। তারা সরকারী গুদাম থেকে পণ্য উত্তোলন করলেও একজন ডিলার তা বিক্রি করেনি বলে অভিযোগ করা হয়।

দুই ডিলারের প্রতিজন ২ লাখ ২৪ হাজার ২৫০ টাকা মূল্যের ২ হাজার লিটার তেল, ১ হাজার ৫০০ কেজি চিনি ও ১৫০ কেজি ডাল বিক্রির জন্য উত্তোলন করে। বিকেলে ৪টা থেকে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে কবিরাজের পাম্পে মেসার্স মুনসুর ট্রেডার্স পণ্যগুলো বিক্রি করে। কিন্তু বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে মেসার্স শাওন ট্রেডার্স পণ্য বিক্রির ঘোষণা দিলেও তা বিক্রি করা হয়নি। ঘোষণা জানতে পেরে অনেকেই দুপুর থেকে রাত ৮ টা পর্যন্ত বাসস্ট্যান্ডে অপেক্ষা করেও পণ্য বিক্রির ট্রাক না আসায় তারা ফিরে যান। সন্ধ্যায় কয়েকজন ক্রেতা সেখান থেকে মোবাইলফোনে খবর নিলে শাওন ট্রেডার্সের মালিক শ্যামল জানান, ট্রাক আসতে দেরী হবে।

পরদিন মুনসুর ট্রেডার্সের মালিক ইউনুছ আলী সুজন জানান যে, ট্রাক আসতে দেরী হওয়ায় পুরাতন বাসস্ট্যান্ডে একই সাথে দুই ডিলারের পণ্য বিক্রি করা হয়েছে। বিষয়টি প্রশাসনকে অবগত করানো হয়েছে বলেও তিনি জানান।

শাওন ট্রেডার্সের ডিলার শ্যামল বলেন, বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে ওইদিন পরে পণ্য বিক্রি করা হয়েছে। কবিরাজের পাম্পে একই সাথে দুই ডিলারের পণ্য বিক্রি করা হয়েছে কিনা তা তিনি জানেন না বলেও জানান।

জেলা বাজার কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, রবিবার দুইজন ডিলারের বরাদ্দ এসেছে। এর মধ্যে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে কবিরাজের পাম্পে বিকেলে একজন বিক্রি করেছেন। এছাড়া শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে অপর একজন বিক্রি করার কথা থাকলেও রাত ৮ টায় পণ্যের গাড়ি আসায় তা বিক্রি করা হয়নি।

নওগাঁ জেলা প্রশাসক মো: হারুন অর রশীদ বলেন, “দুইজন ডিলারের পণ্য এক সাথে একই জায়গায় বিক্রি করা হবে এমন তথ্য আমার জানা নাই। তবে কোন অনিয়ম হলে ছাড় দেয়া যাবে না। তদন্তে প্রমাণ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে”।#