
মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, নওগাঁ, ৮ এপ্রিল ২০২০ :
নওগাঁ শহরের রজাকপুর বউ বাজার, দুর্গাপুর, সদর উপজেলার তিলকপুর এবং হাসাইগাড়ী ইউনিয়নের ভূতলিয়া ভীমপুরে এক শিশুসহ অপর ৪ জনের জ্বর, সর্দি, গলা ব্যাথা ইত্যাদি লক্ষণ দেখা দেয়ায় এলাকাবাসী নিজ উদ্যোগে সেসব এলাকা লক ডাউন ঘোষণা করেন।
নওগাঁর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, এলাকাবাসীর দেয়া সংবাদের ভিত্তিতে তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদের মধ্যে রজাকপুর বউবাজার এলাকার সন্দেহজনক ব্যক্তি সম্প্রতি নারায়নগঞ্জ থেকে এসেছেন। তাকে নিয়ে এলাকায় করোনাভাইরাস আতঙ্কের সৃষ্টি হলে এলাকার বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বাঁশ দিয়ে বন্ধ করে দেয়া হয়। এলাকায় সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, এলাকার সচেতন যুবকেরা তাদের নিজ উদ্যোগে রাস্তার মোড়ে মোড়ে তিন ফুট পরপর দাড়িয়ে মহল্লাবাসীকে ঘরের ভিতর থেকে বের না হবার অনুরোধ জানাচ্ছেন। বহিরাগত কাউকে মহল্লায় আসতে দিচ্ছেন না। তারা এলাকাবাসীদের জীবানুনাশক দিয়ে হাত ধূয়ে দেবারও ব্যবস্থা করছেন।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করে নিজ নিজ এলাকা সুরক্ষিত রাখার জন্য এ ধরনের উদ্যোগ সমাজের সকলের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে করোনাভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পেতে এলাকার সচেতন মহলকে এগিযে আসার আহ্বান জানান। #