
মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ২ এপ্রিল ২০২০ :
বুধবার বিকেলে নওগাঁর ডাক্তার ও নার্সদের ব্যবহারের জন্য নওগাঁ জেলা ও দায়রা জজের ব্যক্তিগত উদ্যোগে উন্নত মানের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পিপিই সরবরাহ করা হয়েছে।
তার পক্ষে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পিপিইগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন সহকারী জজ রুমি খাতুন, তার স্বামী মশিউর রহমান, সহকারী জজ তৌহিদুজ্জামান প্রমুখ।
নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মুমিনুল হক, সিভিল সার্জন ডা: আ: ম: আখতারুজ্জামান আলাল, আবাসিক চিকিৎসক ডা: মুনীর আলী আকন্দ প্রমুখ সেগুলো গ্রহণ করেন।
জেলা ও দায়রা জজ এ. কে. এম শহীদুল ইসলাম জানান, পিপিইগুলো আমার অনুরোধে “সংযোগ” ও “স্নোটেক্স” নামে বুয়েটের একদল তরুণ প্রকৌশলীর সংগঠন সরবরাহ বিশেষভাবে প্রস্তুত করে সরবরাহ করেছে। এগুলো খুবই উন্নতমানের এবং রিইউসিবল।
সরবরাহকৃত প্রতিষ্ঠান পক্ষ জানায়, দুর্যোগ মুহূর্তে চিকিৎসকদের পাশে থাকতে তারা দৃঢ় প্রতিজ্ঞ।
নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, পিপিইগুলো খুবই উন্নতমানের। এগুলো ব্যবহারের ফলে আগত রোগীরা ভাল সেবা পাবেন। তিনি বলেন, বর্তমানে বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্ক সৃষ্টি করেছে। এমনকি চিকিৎসকেরা করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে সেবা প্রদানে ভয় পাচ্ছেন। ঠিক সেই সময় মানব সেবায় এগিয়ে আসলেন নওগাঁর বিজ্ঞ জেলা ও দায়রা জজ এ. কে. এম শহীদুল ইসলাম। তিনি তার এ মহানুভবতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। #