মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ২ এপ্রিল ২০২০ :
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখা, হোম কোয়ারেন্টাইন এবং সরকারি নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আজ ২ এপ্রিল বৃহস্পতিবার থেকে নওগাঁর ১১ উপজেলায় কঠোর অবস্থানে মাঠে থাকবে জেলা ও উপজেলা প্রশাসন, সেনাবাহিনী এবং পুলিশ টিম।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নওগাঁর ১১ উপজেলায় ২০টি ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনীর আটটি পেট্রোল টিম এবং পুলিশের পক্ষ থেকে ব্যাপক অভিযান পরিচালনা করা হবে। সকাল ৯ টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক হারুন-অর রশীদ জানান, সবার সুরক্ষা নিশ্চিত করতে এমন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সবাইকে ঘরে থাকার পরামর্শ দেন তিনি।
তিনি জানান, করোনা নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মহামারি রোধ করা সম্ভব। এজন্য সবাইকে সচেতন হতে হবে এবং সরকারের দেয়া নির্দেশনা মেনে চলতে হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। #