মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ১৪ মার্চ ২০২০ :
শনিবার দুপুরে আন্তর্জাতিক নদী কৃত্য দিবস পালন উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের উদ্যোগে নওগাঁ শহরের ছোট যমুনা নদীতে ভাসমান নৌকায় দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলনের নেতা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শরীফুল ইসলাম খাঁন, এ্যাডভোকেট ডিএম আব্দুল বারি, বিন আলী পিন্টু, রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, নদীর সাথে জড়িয়ে আছে জীববৈচিত্র্য, মানুষের জীবন জাপন ও প্রকৃতির ভারসাম্য রা। অথচ নদীগুলো রায় তেমন কোন পদপে নেয়া হচ্ছে না। দখলের ফলে উত্তরাঞ্চলের বেশীরভাগ নদীর স্বাভাবিক প্রবাহ হারিয়ে গেছে। দূষণের ফলে হারিয়ে যাচ্ছে মাছ ও জলজ উদ্ভীদ। হুমকীর মুখে পড়ছে নদী পারের মানুষ ও জীব বৈচিত্র। কল কারখানার বর্জ্র ফেলায় নদীর পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। #