মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, নওগাঁ, ৫ ফেব্রুয়ারী ২০২০ :
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, যাতে কোন শিশু ঝড়ে না পড়ে প্রত্যেকে যেন লেখাপড়া করে মানুষের মত মানুষ হতে পারে, তার জন্য বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে স্কুলের ভবন নির্মাণ, বছরের প্রথম দিনে বিনামুল্যে বই দেওয়া, শিক্ষা উপবৃত্তি দেওয়া এবং শিক্ষার পরিবেশের জন্য নিত্য নতুন অবকাঠামো তৈরী করে যাচ্ছে।
তিনি বলেন, এই সরকার শিক্ষিত ও সমৃদ্ধশালী জাতি হিসাবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।
বুধবার দুপুরে মন্ত্রী তার নির্বাচনী এলাকা নওগাঁর নিয়ামতপুর উপজেলার হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরা, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল খালেক সহ উপজেলার সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নের্তৃবৃন্দ, অভিভাবক, স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা এসময় উপস্থিত ছিলেন। #