নওগাঁ ১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

দূর্নীতি : ধামইরহাটে ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ

মহাদেবপুর দর্পণ, এম,এ,মালেক, ধামইরহাট (নওগাঁ), ৩০ জানুয়ারী ২০২০ :

নওগাঁর ধামইরহাটে সড়ক ও জনপথ বিভাগের সড়কের পাশে ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ করা হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন যে, উপজেলা সদরের আমাইতাড়া মোড় থেকে মঙ্গলবাড়ী পর্যন্ত ১১ কিলোমিটার দীর্ঘ সড়ক সংস্কার ও সড়কের পাশে ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে। কিন্তু ড্রেনের বেস ঢালাইয়ের আগে বালু ঢেলে লেবের করে পানি দিয়ে শক্ত না করেই ইট বিছানো হচ্ছে। বেসে বালু না দেয়ায় যে কোন সময় ড্রেন ডেবে যাবার সম্ভাবনা থেকে যায়।

বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে উপজেলার পূর্ব বাজার এলাকায় সোনালী ব্যাংকের সামনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। জানতে চাইলে সেখানে উপস্থিত কাজ তদারকির দায়িত্বে নিয়োজিত কার্য সহকারী মো: আহসান আলী এব্যাপারে কোন সদুত্তর দিতে পারেননি।

এব্যাপারে মোবাইলফোনে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগ পত্নীতলার উপ-সহকারী প্রকৌশলী রুবেল হোসেন জানান, ১১ কিলোমিটার সড়ক সংস্কার ও সড়কের পাশে ৯শ’ মিটার ড্রেন নির্মাণের জন্য ১৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ড্রেন নির্মাণে বেস ঢালাইয়ের আগে বালি ও পানি দিয়ে দুরমুশ করে তার উপর ইট বিছাতে হবে তিনি জানান। এর অনিয়ম করলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান। #

আপলোডকারীর তথ্য

দূর্নীতি : ধামইরহাটে ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রকাশের সময় : ০১:৩১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০

মহাদেবপুর দর্পণ, এম,এ,মালেক, ধামইরহাট (নওগাঁ), ৩০ জানুয়ারী ২০২০ :

নওগাঁর ধামইরহাটে সড়ক ও জনপথ বিভাগের সড়কের পাশে ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ করা হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন যে, উপজেলা সদরের আমাইতাড়া মোড় থেকে মঙ্গলবাড়ী পর্যন্ত ১১ কিলোমিটার দীর্ঘ সড়ক সংস্কার ও সড়কের পাশে ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে। কিন্তু ড্রেনের বেস ঢালাইয়ের আগে বালু ঢেলে লেবের করে পানি দিয়ে শক্ত না করেই ইট বিছানো হচ্ছে। বেসে বালু না দেয়ায় যে কোন সময় ড্রেন ডেবে যাবার সম্ভাবনা থেকে যায়।

বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে উপজেলার পূর্ব বাজার এলাকায় সোনালী ব্যাংকের সামনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। জানতে চাইলে সেখানে উপস্থিত কাজ তদারকির দায়িত্বে নিয়োজিত কার্য সহকারী মো: আহসান আলী এব্যাপারে কোন সদুত্তর দিতে পারেননি।

এব্যাপারে মোবাইলফোনে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগ পত্নীতলার উপ-সহকারী প্রকৌশলী রুবেল হোসেন জানান, ১১ কিলোমিটার সড়ক সংস্কার ও সড়কের পাশে ৯শ’ মিটার ড্রেন নির্মাণের জন্য ১৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ড্রেন নির্মাণে বেস ঢালাইয়ের আগে বালি ও পানি দিয়ে দুরমুশ করে তার উপর ইট বিছাতে হবে তিনি জানান। এর অনিয়ম করলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান। #