মহাদেবপুর দর্পণ, জিল্লুর রহমান, মান্দা (নওগাঁ), ২৩ জানুয়ারী ২০২০ :
আবিয়া বেওয়া (৯০)। স্বামী মারা গেছেন প্রায় ২০ বছর আগে। তিন ছেলে ও দুই মেয়ের জননী তিনি। স্বামী মারা যাবার পর বড়ছেলে এনছের আলীর সংসারে তার ঠাঁই হয়। ১২ বছর আগে ছেলে এনছের আলীও মারা যান। এরপর নাতি জুয়েল হোসেনের সংসারে অতিকষ্টে দিন কাটছে তার। আবিয়া বেওয়া নওগাঁর মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের মৃত অছির উদ্দিনের স্ত্রী।
বয়সের ভারে ন্যুজ্ব আবিয়া বেওয়া বার্ধ্যকজনিত কারণে নানা রোগে শোকে দীর্ঘদিন ধরে ভুগছেন। চিকিৎসা তো দুরের কথা তিনবেলা খাবার জোটানোও তার জন্য কষ্টকর। জীবনের শেষ সময়ে একটু স্বচ্ছলতার আশায় বয়স্কভাতা কার্ডের জন্য ধরনা দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে। আশ্বাস মিললেও এতদিন বঞ্চিত ছিলেন তিনি।
বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার আবদুল হালিম দুই দিনের মধ্যে তাকে বয়স্ক ভাতার কার্ড করে দিয়েছেন। যাবতীয় প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তার অফিস কক্ষে আবিয়া বেওয়ার হাতে ভাতার কার্ডটি তুলে দেওয়া হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোল্লা এমদাদুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, ইউপি চেয়ারম্যান হানিফ উদ্দিন মণ্ডল, ইয়াছিন আলী রাজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও আবদুল হালিম বলেন, ‘আবিয়া বেওয়ার বিষয়টি অবহিত হয়ে দ্রুততার সঙ্গে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় তাকে ভাতার কার্ড প্রদান করা হয়েছে। #