মহাদেবপুর দর্পণ, কাজী রওশন জাহান, নওগাঁ, ২২ জানুয়ারী ২০২০ :
বুধবার বিকেলে নওগাঁর পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে স্থানীয় বেসরকারী সংস্থা বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা বিএসডিওর সহযোগিতায় ইউনিয়ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক ষ্ট্যান্ডিং কমিটির উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রবীণ ও প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
বিকেল ৩ টায় এ উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন সরকার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৩০ জন নারী-পুরুষের হাতে কম্বল তুলে দেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, ইউপি সচিব ফোরকান আলী, বিএসডিওর কর্মসূচি সমন্বয়কারী আতাউর রহমান, প্রজেক্ট কো-অর্ডিনেটর আবু হেনা মোহাম্মদ ফিরোজ, ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও ইউনিয়ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক অতিরিক্ত ষ্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ।
উল্লেখ্য, বিএসডিও দাতা সংস্থা ইউকেএআইডি’র অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় উপজেলার ও কৃষ্ণপুর ইউনিয়নে ৩ বছর মেয়াদি ‘ডিগনিটি এণ্ড লিডারশীপ ডেভেলপমেন্ট অব ইথনিক মাইনোরিটি প্রজেক্ট’ বাস্তবায়ন করছে।
এর আগে সকাল ১১টায় উপজেলার পত্নীতলা ইউনিয়নে প্রবীণ ও প্রতিবন্ধীদের মধ্যে ৩০ পিস কম্বল বিতরণ করা হয়। #