নওগাঁ ০৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

সাপাহারে একের পর এক বাগানের আমগাছ কেটে বিনষ্ট : চাষীদের মধ্যে আতঙ্ক

Spread the love

মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, সাপাহার (নওগাঁ), ২২ জানুয়ারী ২০২০ :

আমের রাজধানী খ্যাত নওগাঁর সাপাহারে রাতের অন্ধকারে একের পর এক বাগানের আমগাছ কেটে বিনষ্ট করছে একটি সন্ত্রাসী গ্রুপ। গত ২ দিনে উপজেলার ৩ টি বাগানের প্রায় ২ হাজার আমগাছ কেটে ফেলায় আমাচাষীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

আবারো এক আমচাষীর সাড়ে তিন বিঘা জমিতে রোপণ করা ৬ শতাধিক আমগাছ কেটে খাড়ির পানিতে ফেলে দিয়েছে দূর্বৃত্তরা।

উপজেলার হরতকী গ্রামের আলহাজ্ব আব্দুস সামাদের ছেলে রাশিদুজ্জামান অভিযোগ করেন যে, গত মৌসুমে গোপালপুর গ্রামে তার নিজস্ব জমিতে ধানের চাষাবাদ শেষে আমগাছ রোপণ করে পরিচর্যা করে আসছিলনে। মঙ্গলবার সকালে তিনি গাছের পরিচর্যা করার জন্য বাগানে গেলে তার রোপণ করা ৬৫০ টি উন্নত জাতের আম্রপালী জাতের আম গাছের গোড়া কাটা অবস্থায় মাটিতে ও খাড়ির পানিতে পড়ে থাকতে দেখেন।

তিনি জানান, কে বা কারা পূর্ব শত্রুতার জের ধরে এহেন ন্যাক্কারজনক কাজ করেছে। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এব্যাপারে সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এর আগের দিন দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের বাহাপুর গ্রামে পীরোত্তর ৬ বিঘা জমিতে রোপণ করা আম বাগানের প্রায় ১ হাজার আমগাছ ও গোয়ালা ইউনিয়নের গোয়ালা লক্ষীতলা গ্রামের সাইফুল ইসলামের বাগানের ৮০ টি আমগাছ কেটে ফেলে দূর্বৃত্তের দল।

এব্যাপারে থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।#

আপলোডকারীর তথ্য

সাপাহারে একের পর এক বাগানের আমগাছ কেটে বিনষ্ট : চাষীদের মধ্যে আতঙ্ক

প্রকাশের সময় : ০৯:৫২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০
Spread the love

মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, সাপাহার (নওগাঁ), ২২ জানুয়ারী ২০২০ :

আমের রাজধানী খ্যাত নওগাঁর সাপাহারে রাতের অন্ধকারে একের পর এক বাগানের আমগাছ কেটে বিনষ্ট করছে একটি সন্ত্রাসী গ্রুপ। গত ২ দিনে উপজেলার ৩ টি বাগানের প্রায় ২ হাজার আমগাছ কেটে ফেলায় আমাচাষীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

আবারো এক আমচাষীর সাড়ে তিন বিঘা জমিতে রোপণ করা ৬ শতাধিক আমগাছ কেটে খাড়ির পানিতে ফেলে দিয়েছে দূর্বৃত্তরা।

উপজেলার হরতকী গ্রামের আলহাজ্ব আব্দুস সামাদের ছেলে রাশিদুজ্জামান অভিযোগ করেন যে, গত মৌসুমে গোপালপুর গ্রামে তার নিজস্ব জমিতে ধানের চাষাবাদ শেষে আমগাছ রোপণ করে পরিচর্যা করে আসছিলনে। মঙ্গলবার সকালে তিনি গাছের পরিচর্যা করার জন্য বাগানে গেলে তার রোপণ করা ৬৫০ টি উন্নত জাতের আম্রপালী জাতের আম গাছের গোড়া কাটা অবস্থায় মাটিতে ও খাড়ির পানিতে পড়ে থাকতে দেখেন।

তিনি জানান, কে বা কারা পূর্ব শত্রুতার জের ধরে এহেন ন্যাক্কারজনক কাজ করেছে। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এব্যাপারে সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এর আগের দিন দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের বাহাপুর গ্রামে পীরোত্তর ৬ বিঘা জমিতে রোপণ করা আম বাগানের প্রায় ১ হাজার আমগাছ ও গোয়ালা ইউনিয়নের গোয়ালা লক্ষীতলা গ্রামের সাইফুল ইসলামের বাগানের ৮০ টি আমগাছ কেটে ফেলে দূর্বৃত্তের দল।

এব্যাপারে থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।#