মহাদেবপুর দর্পণ, এম,এ,মালেক, ধামইরহাট (নওগাঁ), ২২ জানুয়ারী ২০২০ :
সোমবার দিবাগত রাতে নওগাঁর ধমইরহাট উপজেলা প্রেসকাবে দৈনিক ভোরের দর্র্পণের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ধামইরহাট প্রতিনিধি এম,এ,মালেকের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রাত সাড়ে ৮ টায় এ উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো: মাহবুবার রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।
এম.এ মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কে.এম নুরুল ইসলাম, উপজেলা প্রেসকাবের উপদেষ্টা মোস্তফা কামাল চৌধুরী জিন্নাহ, উপদেষ্টা ও ভোরের দর্পণের এজেন্ট জুলফিকার আলী, উপদেষ্টা জাহাঙ্গীর আলম, সভাপতি আবু মুছা স্বপন, সিনিয়র সহ-সভাপতি মোতারফ হোসেন মুকুল, সহ-সভাপতি পাস্কায়েল হেমরম, প্রভাষক শামীম রেজা, সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক ইমতিয়াজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক অরিন্দম মাহমুদ, সাংবাদিক মেহেদী হাসান উজ্জল, সাইফুল ইসলাম, তাওসিফ ইসলাম, রাসেল মাহমুদ, জাহিদ হাসান, উদয় সমাজ উন্নয়ন সংস্থার শাখা ব্যবস্থাপক মাহফুজার রহমান পলাশ প্রমুখ।
বক্তারা পত্রিকার পাতা বৃদ্ধি করে উত্তরাঞ্চলের আরও খবর প্রকাশের দাবী জানান।
মাত্র ৩ টাকায় জাতীয় দৈনিক ও উত্তরাঞ্চলে উপজেলা ভিত্তিক সকল সংবাদ বহুল প্রচারিত হওয়ায় পত্রিকার সংশ্লিষ্ট এজেন্ট ও পত্রিকার সরবরাহকারীরা পত্রিকাটি বিক্রি করে স্বাচ্ছন্দ বোধ করেন বলে তারা জানান। #