
মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ২১ জানুয়ারী ২০২০ :
নওগাঁ জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে নওগাঁ পৌর এলাকার ৭শ’ প্রতিবন্ধীর মধ্যে কার্ড বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
সোমবার দুপুরে শহরের পার-নওগাঁ মহল্লায় অবস্থিত জেলা সমাজ সেব অধিদপ্তরের কার্যালয়ে ৭শ’ প্রতিবন্ধীর আবেদনের যাচাই বাছাইয়ের আয়োজন করা হয়।
এ উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ বক্তব্য দেন। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য নানা সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থা করেছেন। যারা বেশী প্রতিবন্ধী তাদের অগ্রাধিকার দেয়া হবে। তবে পর্যায়ক্রমে সকল প্রতিবন্ধীর কার্ড প্রদান করা হবে। তিনি প্রতিবন্ধী কার্ডের জন্য কাউকে কোন প্রকার টাকা দিতে নিষেধ করেন।
এসময় অন্যান্যের মধ্যে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, জেলা সমাজ সেবা অফিসার সাইদুর রহমান, বিশিষ্ট সমাজসেবক শাহ্ পরান নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন। #