নওগাঁ ১২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নওগাঁয় তীব্র শীত আর গুড়ি গুড়ি বৃষ্টি ॥ দূর্ভোগে খেটে খাওয়া মানুষ

মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ২০ জানুয়ারী ২০২০ :

শীতের প্রকোপ আর শৈতপ্রবাহের আমেজ কমতে না কমতেই সারােদেশের মত নওগাঁর ১১ উপজেলাতেও দেখা দিয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। জেঁকে বসছে তীব্র শীত।

রবিবার সকাল থেকেই সূর্যের মুখ দেখা যায়নি। আকাশে মেঘ থাকায় বৃষ্টির ছোয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। বৃষ্টির প্রভাবে উত্তর কোণ থেকে বয়ে আসা ঠান্ডা বাতাস শীতের মাত্রা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। ফলে জেঁকে বসেছে শীত সবখানে।

উত্তরাঞ্চলে চলছে মৃদ্যু শৈতপ্রবাহ। কনকনে শীতে কাপছে সমগ্র উত্তরাঞ্চল। তারই ধারাবাহিকতায় নওগাঁ কাপছে শীতে। শীতের কুয়াশা না থাকলেও হঠাৎ বৃষ্টির ফলে শীতের তীব্রতায় একেবারেই নাজেহাল অবস্থায় খেটে খাওয়া ও দিনমজুর গোত্রের লোকজন। প্রচন্ড শীত ও হিমেল হাওয়ায় বাহিরে বের হয়ে কোন কাজ করার জো নেই। গরম কাপড়ও তেমন কাজে আসছে না।

নওগাঁ জেলা জুড়ে কুয়াশা না থাকলেও বেড়েছে শীতের তীব্রতা। কনকনে শীতের কারণে কাজে ফিরতে পারছে না সাধারণ মানুষ। এতে করে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে।

সাধারণ কিছু ব্যবসায়ী বলেন, কুয়াশা নেই কিন্তু বৃষ্টির ফলে কনকনে শীতের তীব্রতায় তো জীবন আর থাকে না। হিমেল হাওয়ার কারণে দোকানপাট খুলে থেকে বসে থাকার মতো কোন উপায় নেই। জানি না এই অবস্থা আর কদিন থাকবে। এই অবস্থা বেশি দিন থাকলে চরম বিপদে পড়বে খেটে খাওয়া, দিনমজুর শ্রেণির মানুষ। আর বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও কোমলমতি শিশুরা। #

আপলোডকারীর তথ্য

নওগাঁয় তীব্র শীত আর গুড়ি গুড়ি বৃষ্টি ॥ দূর্ভোগে খেটে খাওয়া মানুষ

প্রকাশের সময় : ০৮:৪৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০

মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ২০ জানুয়ারী ২০২০ :

শীতের প্রকোপ আর শৈতপ্রবাহের আমেজ কমতে না কমতেই সারােদেশের মত নওগাঁর ১১ উপজেলাতেও দেখা দিয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। জেঁকে বসছে তীব্র শীত।

রবিবার সকাল থেকেই সূর্যের মুখ দেখা যায়নি। আকাশে মেঘ থাকায় বৃষ্টির ছোয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। বৃষ্টির প্রভাবে উত্তর কোণ থেকে বয়ে আসা ঠান্ডা বাতাস শীতের মাত্রা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। ফলে জেঁকে বসেছে শীত সবখানে।

উত্তরাঞ্চলে চলছে মৃদ্যু শৈতপ্রবাহ। কনকনে শীতে কাপছে সমগ্র উত্তরাঞ্চল। তারই ধারাবাহিকতায় নওগাঁ কাপছে শীতে। শীতের কুয়াশা না থাকলেও হঠাৎ বৃষ্টির ফলে শীতের তীব্রতায় একেবারেই নাজেহাল অবস্থায় খেটে খাওয়া ও দিনমজুর গোত্রের লোকজন। প্রচন্ড শীত ও হিমেল হাওয়ায় বাহিরে বের হয়ে কোন কাজ করার জো নেই। গরম কাপড়ও তেমন কাজে আসছে না।

নওগাঁ জেলা জুড়ে কুয়াশা না থাকলেও বেড়েছে শীতের তীব্রতা। কনকনে শীতের কারণে কাজে ফিরতে পারছে না সাধারণ মানুষ। এতে করে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে।

সাধারণ কিছু ব্যবসায়ী বলেন, কুয়াশা নেই কিন্তু বৃষ্টির ফলে কনকনে শীতের তীব্রতায় তো জীবন আর থাকে না। হিমেল হাওয়ার কারণে দোকানপাট খুলে থেকে বসে থাকার মতো কোন উপায় নেই। জানি না এই অবস্থা আর কদিন থাকবে। এই অবস্থা বেশি দিন থাকলে চরম বিপদে পড়বে খেটে খাওয়া, দিনমজুর শ্রেণির মানুষ। আর বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও কোমলমতি শিশুরা। #