মহাদেবপুর দর্পণ, এম,এ,মালেক, ধামইরহাট (নওগাঁ), ১৮ জানুয়ারী ২০২০ :
শনিবার বেলা সাড়ে ১১ টায় নওগাঁর ধামইরহাট থানা ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে র্যালী ও আলোচনার আয়োজন করা হয়।
এ উপলক্ষে সকালে উপজেলা শহীদ স্মৃতিসৌধ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের এমপি এবং জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানী ও খণিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো: শহীদুজ্জামান সরকার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
থানা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, থানা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার, থানা যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃৃদু, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভি, সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল প্রমুখ।
এতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারী ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বড় পরিসরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।#