নওগাঁ ০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নওগাঁ শহরে দুই ডাকাতি ঘটনায় চারজন আটক

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ২৩ নভেম্বর ২০২৪ :
গত ১৮ সেপ্টেম্বর ও ২৯ সেপ্টেম্বর দিবাগত রাতে নওগাঁ শহরের কালিতলা ও বাঙ্গাবাড়িয়ায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত থাকার দায়ে পুলিশ অভিযান চালিয়ে ঢাকার সাভারের আশুলিয়া, নাটোরের সিংড়া ও নওগাঁ সদর থেকে চার জনকে আটক করেছে।
এরা হলেন, ঢাকার আশুলিয়া উপজেলার গোরাট গ্রামের নুর ইসলাম মন্ডলের ছেলে মাহবুব হোসেন মন্ডল (২৫), নাটোর জেলার সিংড়া উপজেলার বিলদহর গ্রামের মফেজ উদ্দিনের ছেলে ইছব হোসেন (২৭), মৃত নামাজ আলীর ছেলে মিন্টু (৩৭) ও ওয়াজেদ আলীর ছেলে রাব্বানী রানা (২৭)।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান এ তথ্য জানান।
পৃথক ডাকাতির ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকার লুট হয়। এব্যাপারে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত্ম শুরম্ন করে জানতে পারে যে, একই ডাকাতদল দুই ডাকাতির সাথে জড়িত।
নওগাঁর পুলিশ সুপার কুতুব উদ্দিনের নেতৃত্বে মামলার তদন্ত্মকারী কর্মকর্তা নওগাঁ সদর থানার এসআই সাব্বির আরাফাত জনি ও এসআই রাশেদ খান অভিযান চলিয়ে গত ২৯ অক্টোবর ঢাকার আশুলিয়া থেকে চিহ্নিত ডাকাত সদস্য মাহবুব মন্ডল ও নাটোরের সিংড়া থেকে ইছব হোসেনকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে লুন্ঠিত কয়েকটি মোবাইল ফোন উদ্ধার হলে ডাতাতির সাথে জড়িতদের তথ্য বেড়িয়ে আসে।
মোবাইলফোনের সূত্র ধরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ শুক্রবার দিবাগত গভীর রাতে গাজিপুর জেলার কালিয়কৈর থানা এলাকা হতে ডাকাতদলের নেতা মিন্টু ও নওগাঁ শহরের ইদুর বটতলী এলাকার ভাড়াটিয়া বাড়ি হতে ডাকাত রাব্বানী রানাকে গ্রেফতার করেন।
আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

নওগাঁ শহরে দুই ডাকাতি ঘটনায় চারজন আটক

প্রকাশের সময় : ০৬:৫৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ২৩ নভেম্বর ২০২৪ :
গত ১৮ সেপ্টেম্বর ও ২৯ সেপ্টেম্বর দিবাগত রাতে নওগাঁ শহরের কালিতলা ও বাঙ্গাবাড়িয়ায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত থাকার দায়ে পুলিশ অভিযান চালিয়ে ঢাকার সাভারের আশুলিয়া, নাটোরের সিংড়া ও নওগাঁ সদর থেকে চার জনকে আটক করেছে।
এরা হলেন, ঢাকার আশুলিয়া উপজেলার গোরাট গ্রামের নুর ইসলাম মন্ডলের ছেলে মাহবুব হোসেন মন্ডল (২৫), নাটোর জেলার সিংড়া উপজেলার বিলদহর গ্রামের মফেজ উদ্দিনের ছেলে ইছব হোসেন (২৭), মৃত নামাজ আলীর ছেলে মিন্টু (৩৭) ও ওয়াজেদ আলীর ছেলে রাব্বানী রানা (২৭)।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান এ তথ্য জানান।
পৃথক ডাকাতির ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকার লুট হয়। এব্যাপারে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত্ম শুরম্ন করে জানতে পারে যে, একই ডাকাতদল দুই ডাকাতির সাথে জড়িত।
নওগাঁর পুলিশ সুপার কুতুব উদ্দিনের নেতৃত্বে মামলার তদন্ত্মকারী কর্মকর্তা নওগাঁ সদর থানার এসআই সাব্বির আরাফাত জনি ও এসআই রাশেদ খান অভিযান চলিয়ে গত ২৯ অক্টোবর ঢাকার আশুলিয়া থেকে চিহ্নিত ডাকাত সদস্য মাহবুব মন্ডল ও নাটোরের সিংড়া থেকে ইছব হোসেনকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে লুন্ঠিত কয়েকটি মোবাইল ফোন উদ্ধার হলে ডাতাতির সাথে জড়িতদের তথ্য বেড়িয়ে আসে।
মোবাইলফোনের সূত্র ধরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ শুক্রবার দিবাগত গভীর রাতে গাজিপুর জেলার কালিয়কৈর থানা এলাকা হতে ডাকাতদলের নেতা মিন্টু ও নওগাঁ শহরের ইদুর বটতলী এলাকার ভাড়াটিয়া বাড়ি হতে ডাকাত রাব্বানী রানাকে গ্রেফতার করেন।