নওগাঁ ০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নওগাঁয় শহীদ পরিবারের সঙ্গে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিনের মতবিনিময়

Mohadevpur Dorpan, Naogaon, 14 September 2024 : Mahin Sarkar, Central Co-ordinator of Anti-Discrimination Student Movement gave a speech.---Sayeed Tito

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ১৪ সেপ্টেম্বর ২০২৪ :

নওগাঁয় গণঅভ্যুত্থানের প্রেরণায় দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্য প্রতিষ্ঠা এবং শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর আয়োজন করে। এসময় ছাত্র-জনতার অভ্যুত্থানে নওগাঁ জেলায় নিহত ১১ জন ও আহত ২৩ পরিবারের সদস্য, জেলা ও উপজেলা সমন্বয়ক, শিক্ষার্থী, অভিভাবক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে রাজশাহী বিভাগীয় ছাত্র নাগরিক মৈত্রী সফরের সদস্য কুররাতুল আইন কানিজ, সাইফুল ইসলাম, ইফতেখার আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শেখ ফাহমিনের মা লুলুল মাখমিনসহ আহত ও নিহতদের পরিবারের সদস্যরা বক্তব্য দেন।

প্রধান অতিথি বলেন, রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড এখনও চলমান রয়েছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী নওগাঁ জেলাতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে, এমন তথ্য পেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যদি আবারও প্রয়োজন হয় ছাত্রসমাজ একত্র হয়ে এসব সন্ত্রাসী চাঁদাবাজদের প্রতিহত করবে। ছাত্রসমাজকে প্রতিপক্ষ ভাবলে জনগণ ওইসব রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে যেকোনো রাজনৈতিক দলের আসার অধিকার আছে। তারা এসে শান্তিপূর্ণভাবে নিজেদের মতামত দিতে পারে। কিন্তু শহীদ ও আহত পরিবারের সঙ্গে দেশের বিভিন্ন জেলায় সাক্ষাৎ করতে গেলে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। যেসব রাজনৈতিক দল এসব করছে, এদেশের জনগণ তাদের ছুঁড়ে ফেলতে দুবার ভাববে না।

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

নওগাঁয় শহীদ পরিবারের সঙ্গে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিনের মতবিনিময়

প্রকাশের সময় : ০৮:৩১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ১৪ সেপ্টেম্বর ২০২৪ :

নওগাঁয় গণঅভ্যুত্থানের প্রেরণায় দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্য প্রতিষ্ঠা এবং শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর আয়োজন করে। এসময় ছাত্র-জনতার অভ্যুত্থানে নওগাঁ জেলায় নিহত ১১ জন ও আহত ২৩ পরিবারের সদস্য, জেলা ও উপজেলা সমন্বয়ক, শিক্ষার্থী, অভিভাবক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে রাজশাহী বিভাগীয় ছাত্র নাগরিক মৈত্রী সফরের সদস্য কুররাতুল আইন কানিজ, সাইফুল ইসলাম, ইফতেখার আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শেখ ফাহমিনের মা লুলুল মাখমিনসহ আহত ও নিহতদের পরিবারের সদস্যরা বক্তব্য দেন।

প্রধান অতিথি বলেন, রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড এখনও চলমান রয়েছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী নওগাঁ জেলাতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে, এমন তথ্য পেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যদি আবারও প্রয়োজন হয় ছাত্রসমাজ একত্র হয়ে এসব সন্ত্রাসী চাঁদাবাজদের প্রতিহত করবে। ছাত্রসমাজকে প্রতিপক্ষ ভাবলে জনগণ ওইসব রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে যেকোনো রাজনৈতিক দলের আসার অধিকার আছে। তারা এসে শান্তিপূর্ণভাবে নিজেদের মতামত দিতে পারে। কিন্তু শহীদ ও আহত পরিবারের সঙ্গে দেশের বিভিন্ন জেলায় সাক্ষাৎ করতে গেলে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। যেসব রাজনৈতিক দল এসব করছে, এদেশের জনগণ তাদের ছুঁড়ে ফেলতে দুবার ভাববে না।