প্রকাশের সময় :
০৯:৩৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
৯৮৭
মহাদেবপুর দর্পণ, কাজী রওশন জাহান, নওগাঁ, ১০ সেপ্টেম্বর ২০২৪ :
নওগাঁর রাণীনগরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে বজলুর রশিদ নামে এক ধান ব্যবসায়ীর নয় লক্ষ টাকা খোয়া গেছে। তিনি উপজেলার আবাদপুকুর বাজার উত্তরপাড়া গ্রামের মৃত মহসীন আলীর ছেলে। আবাদপুকুর বাজারে তার ধানের আড়ৎ রয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে এব্যাপারে রাণীনগর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।
ভুক্তভোগি বজলুর রশিদের বড় ভাই দুলাল হোসেন জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় বজলুর রশিদ আইএফআইসি ব্যাংকের আবাদপুকুর বাজার শাখা থেকে নয় লক্ষ টাকা উত্তোলন করে পায়ে হেটে বাড়ী ফেরার সময় বেবিস্ট্যান্ডের আরাফাত মার্কেটের সামনে হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাজারের ডাক্তারের কাছে নিয়ে যান। সেখান থেকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি জানতে পারেন যে তার সম্পূর্ণ টাকাই খোয়া গেছে।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদি মাসুদ জানান, স্থানীয়ভাবে বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। সুষ্টু তদন্তসহ খোয়া যাওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।