নওগাঁ ০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

সরকারের উন্নয়নের বার্তা প্রচার করতে হবে–নিয়ামতপুরে খাদ্যমন্ত্রী<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, নিয়ামতপুর (নওগাঁ), ১০ জুলাই ২০২৩ : শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ১০ জুলাই ২০২৩ :

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার সারাদেশে ব্যাপক উন্নয়ন করেছে। এ উন্নয়নের বার্তা প্রচার করতে হবে। উন্নয়ন টেকসই করতে হবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সরকারেরর ধারাবাহিকতা প্রয়োজন।

সোমবার (১০ জুলাই) সকালে তিনি তার নির্বাচনী এলাকা নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপেজলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

সমাবেশে উপজেলার ৪১টি এমপিওভূক্ত মাধ্যমিক বিদ্যালয় ও ২৪টি মাদ্রাসার নবম ও দশম শ্রেণির ৩৯০ জন শিক্ষার্থীর মধ্যে ২০২১ সালের জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের ট্যাবলেট বিতরণ করা হয়।
মন্ত্রী বলেন, আধুনিক শিক্ষার শক্তিকে কাজে লাগিয়ে উন্নত, আধুনিক ও মানবিক পৃথিবী গড়ে তুলতে আমাদের ভবিষ্যত প্রজন্মকে তৈরি করতে হবে। বর্তমান প্রজন্মই ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের পাশাপাশি দেশ ও বিশ্ব মানবতার প্রয়োজনে এই ট্যাবলেট ব্যবহার করবে। মোবাইল বা ট্যাবে অনেক ভালো দিক যেমন আছে, তেমনি খারাপ দিকও আছে। শিক্ষার্থীদের ভালো দিক গ্রহণ করে স্মার্ট নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে।

শিক্ষকদের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার প্রকৃত ইতিহাস শিক্ষার্থীদের জানাতে আপনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যে শিক্ষার্থী স্বাধীনতা কিভাবে অর্জন হল জানেনা, সে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবেনা। দেশের উন্নয়নে নিজেকে উজাড় করে দিতে পারবেনা।

খাদ্যমন্ত্রী বলেন, বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। চাল রাখার জায়গা নেই সরকারি খাদ্য গুদামে। বিদেশ থেকে এক ছটাক চালও আমদানি করতে হবেনা।#

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

সরকারের উন্নয়নের বার্তা প্রচার করতে হবে–নিয়ামতপুরে খাদ্যমন্ত্রী<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০২:৪০:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ১০ জুলাই ২০২৩ :

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার সারাদেশে ব্যাপক উন্নয়ন করেছে। এ উন্নয়নের বার্তা প্রচার করতে হবে। উন্নয়ন টেকসই করতে হবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সরকারেরর ধারাবাহিকতা প্রয়োজন।

সোমবার (১০ জুলাই) সকালে তিনি তার নির্বাচনী এলাকা নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপেজলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

সমাবেশে উপজেলার ৪১টি এমপিওভূক্ত মাধ্যমিক বিদ্যালয় ও ২৪টি মাদ্রাসার নবম ও দশম শ্রেণির ৩৯০ জন শিক্ষার্থীর মধ্যে ২০২১ সালের জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের ট্যাবলেট বিতরণ করা হয়।
মন্ত্রী বলেন, আধুনিক শিক্ষার শক্তিকে কাজে লাগিয়ে উন্নত, আধুনিক ও মানবিক পৃথিবী গড়ে তুলতে আমাদের ভবিষ্যত প্রজন্মকে তৈরি করতে হবে। বর্তমান প্রজন্মই ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের পাশাপাশি দেশ ও বিশ্ব মানবতার প্রয়োজনে এই ট্যাবলেট ব্যবহার করবে। মোবাইল বা ট্যাবে অনেক ভালো দিক যেমন আছে, তেমনি খারাপ দিকও আছে। শিক্ষার্থীদের ভালো দিক গ্রহণ করে স্মার্ট নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে।

শিক্ষকদের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার প্রকৃত ইতিহাস শিক্ষার্থীদের জানাতে আপনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যে শিক্ষার্থী স্বাধীনতা কিভাবে অর্জন হল জানেনা, সে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবেনা। দেশের উন্নয়নে নিজেকে উজাড় করে দিতে পারবেনা।

খাদ্যমন্ত্রী বলেন, বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। চাল রাখার জায়গা নেই সরকারি খাদ্য গুদামে। বিদেশ থেকে এক ছটাক চালও আমদানি করতে হবেনা।#