প্রকাশের সময় :
১১:১৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
৮৪৩
Spread the love
মহাদেবপুর দর্পণ, অহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ৫ অক্টোবর ২০২৩ :
নওগাঁয় স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয়ার কয়েক ঘন্টা পরেই মিলন হোসেন (৩০) নামে স্বামীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি শহরের কোমাইগাড়ি মহল্লার আব্দুল মালেকের ছেলে। তিনি একজন অটোরিক্সা চালক। এ ঘটনার পর থেকে নিহতের স্ত্রী পলাতক রয়েছেন। বুধবার (৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের বউবাজার এলাকার জুলেখা আক্তারের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা রুমা আক্তার জানান, বুধবার দুপুরেই স্বামী-স্ত্রী পরিচয়ে আমার বড় বোন জুলেখা আক্তারের বাসা ভাড়া নেন তারা। দুপুর থেকে তারা স্বামী-স্ত্রী বাসা পরিস্কার করছিলেন। সন্ধ্যার পর থেকে বাসায় তালা দেখতে পায় স্থানীয়রা। পরে রাত ১০টার দিকে জানালা দিয়ে মিলনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকন্ড। এ ঘনার পর থেকে তার স্ত্রী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।