নওগাঁ ০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

দূর্নীতি : বদলগাছীতে নির্মাণের দুসপ্তাহেই ভেঙ্গে যাচ্ছে সড়ক<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ১১ সেপ্টেম্বর ২০২৩ :

নওগাঁর বদলগাছীতে প্রকাশ্যে দূর্নীতি ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করে পাকা সড়ক নির্মাণ করায় নির্মাণের মাত্র দুসপ্তাহেই বিভিন্ন স্থানে ভাঙ্গতে শুরু করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ভেঙ্গে যাওয়া স্থান মেরামত না করে মাটি দিয়ে ভরাট করছে। এমন চিত্র ফুটে উঠেছে উপজেলার গয়েশপুর হাইস্কুল থেকে ধুলাউরি পর্যন্ত নবনির্মিত পাকা সড়কে।

উপজেলা প্রকৌশল অধিদপ্তর জানায়, গয়েশপুর হাইস্কুল থেকে ধুলাউরি সড়ক উন্নয়ন কাজে পারশাপিলা পর্যন্ত এক কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় হয়েছে ৬৭ লাখ ৯৮ হাজার ৭২১ টাকা। গত ২০ জুলাই স্থানীয় এমপি এটি আনুষ্ঠানিকভাবে এর ফলক উন্মোচন করেন।

কিন্তু স্থানীয়রা জানান, এই সড়ক পাকাকরণ কাজ শেষ হয়েছে মাত্র দুসপ্তাহ আগে। এরই মধ্যে সড়কের দুপাশে বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়েছে। কোথাও কোথাও সড়কের ইন্ড এজিংয়ের ইট খাড়া হয়ে আছে ভিতরে ভেঙ্গে পড়েছে সড়ক।

সরেজমিনে দেখা যায়, ভেঙ্গে যাওয়া স্থানে ১০ জন নারী শ্রমিক সড়কের পাশ থেকে মাটি কেটে ঢেকে দিচ্ছে। জানতে চাইলে তরা জানান, তারা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের আরইআরএমপি প্রকল্পের শ্রমিক। অফিসের নির্দেশে তাঁরা ভাঙ্গন স্থানে মাটি দিয়ে ঢেকে দিচ্ছেন।

গয়েশপুর গ্রামের বাসিন্দা চেরু মন্ডল জানান, সড়কের কাজ করার সময় কত লোক দেখার জন্যে আসে। তাঁরা শুধু দেখেই গেল। কাজ শেষে কয়েক দিন পর থেকে সড়ক ভেঙ্গে পড়ছে।

জানতে চাইলে এই সড়কের ঠিকাদার রেন্টু মোবাইল ফোনে জানান, কিছু কিছু স্থানে সমস্যা হয়েছে। বালু মাটির কারণে দুএক জায়গায় সমস্যা হয়েছে। রিপিয়ারিং করে দেওয়া হবে।

উপজেলা প্রকৌশলী মোখলেছুর জানান, ঘটনাস্থলে একজন সেকশন অফিসারকে পাঠানো হবে। #

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

দূর্নীতি : বদলগাছীতে নির্মাণের দুসপ্তাহেই ভেঙ্গে যাচ্ছে সড়ক<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০১:১৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ১১ সেপ্টেম্বর ২০২৩ :

নওগাঁর বদলগাছীতে প্রকাশ্যে দূর্নীতি ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করে পাকা সড়ক নির্মাণ করায় নির্মাণের মাত্র দুসপ্তাহেই বিভিন্ন স্থানে ভাঙ্গতে শুরু করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ভেঙ্গে যাওয়া স্থান মেরামত না করে মাটি দিয়ে ভরাট করছে। এমন চিত্র ফুটে উঠেছে উপজেলার গয়েশপুর হাইস্কুল থেকে ধুলাউরি পর্যন্ত নবনির্মিত পাকা সড়কে।

উপজেলা প্রকৌশল অধিদপ্তর জানায়, গয়েশপুর হাইস্কুল থেকে ধুলাউরি সড়ক উন্নয়ন কাজে পারশাপিলা পর্যন্ত এক কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় হয়েছে ৬৭ লাখ ৯৮ হাজার ৭২১ টাকা। গত ২০ জুলাই স্থানীয় এমপি এটি আনুষ্ঠানিকভাবে এর ফলক উন্মোচন করেন।

কিন্তু স্থানীয়রা জানান, এই সড়ক পাকাকরণ কাজ শেষ হয়েছে মাত্র দুসপ্তাহ আগে। এরই মধ্যে সড়কের দুপাশে বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়েছে। কোথাও কোথাও সড়কের ইন্ড এজিংয়ের ইট খাড়া হয়ে আছে ভিতরে ভেঙ্গে পড়েছে সড়ক।

সরেজমিনে দেখা যায়, ভেঙ্গে যাওয়া স্থানে ১০ জন নারী শ্রমিক সড়কের পাশ থেকে মাটি কেটে ঢেকে দিচ্ছে। জানতে চাইলে তরা জানান, তারা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের আরইআরএমপি প্রকল্পের শ্রমিক। অফিসের নির্দেশে তাঁরা ভাঙ্গন স্থানে মাটি দিয়ে ঢেকে দিচ্ছেন।

গয়েশপুর গ্রামের বাসিন্দা চেরু মন্ডল জানান, সড়কের কাজ করার সময় কত লোক দেখার জন্যে আসে। তাঁরা শুধু দেখেই গেল। কাজ শেষে কয়েক দিন পর থেকে সড়ক ভেঙ্গে পড়ছে।

জানতে চাইলে এই সড়কের ঠিকাদার রেন্টু মোবাইল ফোনে জানান, কিছু কিছু স্থানে সমস্যা হয়েছে। বালু মাটির কারণে দুএক জায়গায় সমস্যা হয়েছে। রিপিয়ারিং করে দেওয়া হবে।

উপজেলা প্রকৌশলী মোখলেছুর জানান, ঘটনাস্থলে একজন সেকশন অফিসারকে পাঠানো হবে। #