মহাদেবপুর দর্পণ, তোফাজ্জল হোসেন, নিয়ামতপুর (নওগাঁ), ১৪ জানুয়ারী ২০২০ :
সোমবার বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে নিজস্ব প্রাঙ্গনে দু:স্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
বিকাল ৫টায় এ উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে ক্লাবের উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৪০ টি কম্বল বিতরণ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম শেখ ও ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন এতে সভাপতিত্ব করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের সদস্য শাহজাহান শাজু, রেজাউল ইসলাম সেলিম, জামাল হোসেন, শাহান শাহ, জনি আহমেদ প্রমুখ। #