প্রকাশের সময় :
০২:৫১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
৮৬৭
মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ৮ সেপ্টেম্বর ২০২৩ :
নওগাঁর বদলগাছী থানার ডাকাতি মামলা ডিটেকশন, আন্তঃজেলা ডাকাত চক্রের সাতজন ডাকাতকে গ্রেফতার এবং লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য আইজিপি পুরস্কার পেলো নওগাঁ জেলা পুলিশ। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত পুলিশের মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশের অভিযানিক টিমের প্রধানের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। এসময় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জানান, গত ১০ আগস্ট দিবাগত রাতে জেলার বদলগাছী থানার বৈকন্ঠপুর বাজারে দুজন নৈশ্য প্রহরীসহ তিনজনকে বেঁধে রেখে ছয়টি দোকানের তালা কেটে আটজনের একটি ডাকাত দল দোকানে থাকা কীটনাশক, মনোহারি সামগ্রী এবং নগদ অর্থসহ অন্যান্য মালামাল লুন্ঠন করে। বদলগাছী থানায় এ ঘটনায় মামলা রুজু হলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. গাজিউর রহমান পিপিএম এর নেতৃত্বে তথ্য প্রযুক্তির সাহায্যে দ্রুত ডাকাতদের চিহ্নিত করে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, ইনচার্জ ডিবি মো. হাশমত আলী, এসআই (নিরস্ত্র) মো. বদরুদ্দোজা জিমেল এবং বদলগাছি থানা পুলিশের সমন্বয়ে গঠিত পুলিশের একটি টিম গত ১৬ আগস্ট দিবাগত রাত হতে ২০ আগস্ট দিবাগত রাত পর্যন্ত একটানা ৫ দিন নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ডাকাতির সাথে যুক্ত সাতজনকে গ্রেফতার করে এবং ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, সিএনজি এবং লুন্ঠিত মালামাল উদ্ধার করে।
পুলিশ সুপার বলেন, জেলা পুলিশের এরকম একটি আভিযানিক সাফল্য পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে যার স্বীকৃতিস্বরূপ আইজিপি এ টিমকে আর্থিকভাবে পুরষ্কৃত করেন। আইজিপি পুরস্কার সেপ্টেম্বর-২৩ মাসের মাসিক কল্যাণ সভায় ওই চৌকস পুলিশ টিমের হাতে আর্থিক পুরষ্কার তুলে দেয়া হয়।
পুলিশ সুপার বলেন, ১এমন পুরস্কার নিঃসন্দেহে আগামীতে আরো ভালো কাজ করার পাথেয় হিসেবে কাজ করবে। এছাড়া দেশের জন্য কল্যাণকর কাজে পুলিশ সদস্যদের উৎসাহ আর অনুপ্রেরণার উৎস হিসেবে এমন পুরস্কারের কোনো বিকল্প নেই। পুরস্কার অর্জন করায় জেলা পুলিশসহ ওই পুলিশ টিমকে ধন্যবাদ জ্ঞাপন করছি।’#