মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১২ জানুয়ারী ২০২০ :
রবিবার দুপুরে নওগাঁর মহাদেবপুর থানা চত্ত্বরে পুলিশ সুপারের উদ্যোগে ৪শ’ ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সমাবেশে নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্রগুলো বিতরণ করেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাশিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রফিকুল আক্তার, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম, এমজেএল মবেল কোম্পানীর প্রতিনিধি ওয়াহেদুজ্জামান, মহাদেবপুর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অজিত কুমার মন্ডল, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, নারী পুলিশিং কমিটির সভাপতি রাজিয়া সুলতানা প্রমুখ।
মহাদেবপুর থানার এসআই খোকন কুমার কুন্ডু অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এমজেএল মবেল কোম্পানী ও বেসরকারী সংস্থা আরকো এতে সার্বিক সহযোগিতা করে।
অন্যদের মধ্যে আরকোর প্রজেক্ট ম্যানেজার শুকা মুখার্জী, প্রজেক্ট অফিসার নওরিন আক্তার, আরতি রাণী, প্রদেশ ভট্টাচার্য, নিরেন কুমার সরকার, এ্যাডভোকেসী অফিসার নাঈমা পারভীন, সিনিয়র সাংবাদিক কিউ,এম,সাঈদ টিটো, গৌতম কুমার মহন্ত, গোলাম রসুল বাবু প্রমুখ এতে উপস্থিত ছিলেন। #