প্রকাশের সময় :
০৬:৩২:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
৮৮০
মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ৩০ আগস্ট ২০২৩ :
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতে আঞ্জুয়ারা বিবি (৪১) নামে এক গাঁজা বিক্রেতা ও রবিউল ইসলাম (২১) নামে এক গাঁজা সেবীর ছয় মাস করে কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। আঞ্জুয়ারা উপজেলার চক কুতুব গ্রামের সোহরাওয়ার্দীর মেয়ে ও রবিউল খট্টেশ^র পশ্চিমপাড়া গ্রামের হাফিজুর প্রামাণিকের ছেলে।
বুধবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নওগাঁর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর খলিলুর রহমান তার সঙ্গে ছিলেন।
অভিযান পরিচালনাকালে আঞ্জুয়ারা বাড়িতে তার কাছ ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন দিনের কারাদন্ডের আদেশ দেয়া হয়। এছাড়া রবিউল ইসলামের কাছ থেকে সামান্য পরিমাণ গাঁজা ও গাঁজা সেবনের সরংঞ্জমাদি উদ্ধার করা হয়। তার ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ দিনের কারাদন্ডের আদেশ দেয়া হয়।
অভিযানে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#