নওগাঁ ১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

বদলগাছীতে আদিবাসী গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢালার প্রতিবাদে মানববন্ধন<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কাজী রওশন জাহান, নওগাঁ, ৩০ আগস্ট ২০২৩ :

নওগাঁর বদলগাছীতে অনৈতিক কাজের অপবাদ দিয়ে শুদ্ধ করার নামে আদিবাসী গৃহবধূর মাথার চুল কেটে ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ আগস্ট) সকালে উপজেলা সদরের চারমাথায় বেসরকারি সংস্থা কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেপলপমেন্ট সিডব্লিউএফডি এর আয়োজন করে।

সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর রেহেনা পারভীন এতে সভাপতিত্ব করেন। মানববন্ধনে অন্যদের মধ্যে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান, উপজেলা যুবমহিলা লীগের নেত্রী রিনা বেগম, সিডব্লিউএফডি এর অফিসার জুলেখা আক্তার, একাউন্টেন্ডেন্ট এন্ড এ্যাডমিন অফিসার মোহন আলী, ফিল্ড ফ্যাসিলিটেটর আমিনুল ইসলাম, ফিরোজ হোসেন, খুজিস্তা আক্তার, কমিউনিটি মোবিলাইজার উজ্জ্বলা দিত্তী তপ্ন, মাফিজুল ইসলাম, নাজিউর রহমান, পপি আক্তার, আদরী আক্তার, ফাতেমা আক্তারসহ বিভিন্ন দলের নারী ও কিশোরী।

মানববন্ধনে থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বলেন, ‘আমরা বিষয়টি জানামাত্র ঘটনাস্থলে গিয়েছি। ওই নির্যাতিত নারীর পাশে দাঁড়িয়েছি। ঘটনার সাথে জরিত তিন ন আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি।#

আপলোডকারীর তথ্য

বদলগাছীতে আদিবাসী গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢালার প্রতিবাদে মানববন্ধন<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০২:৪৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
Spread the love

মহাদেবপুর দর্পণ, কাজী রওশন জাহান, নওগাঁ, ৩০ আগস্ট ২০২৩ :

নওগাঁর বদলগাছীতে অনৈতিক কাজের অপবাদ দিয়ে শুদ্ধ করার নামে আদিবাসী গৃহবধূর মাথার চুল কেটে ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ আগস্ট) সকালে উপজেলা সদরের চারমাথায় বেসরকারি সংস্থা কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেপলপমেন্ট সিডব্লিউএফডি এর আয়োজন করে।

সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর রেহেনা পারভীন এতে সভাপতিত্ব করেন। মানববন্ধনে অন্যদের মধ্যে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান, উপজেলা যুবমহিলা লীগের নেত্রী রিনা বেগম, সিডব্লিউএফডি এর অফিসার জুলেখা আক্তার, একাউন্টেন্ডেন্ট এন্ড এ্যাডমিন অফিসার মোহন আলী, ফিল্ড ফ্যাসিলিটেটর আমিনুল ইসলাম, ফিরোজ হোসেন, খুজিস্তা আক্তার, কমিউনিটি মোবিলাইজার উজ্জ্বলা দিত্তী তপ্ন, মাফিজুল ইসলাম, নাজিউর রহমান, পপি আক্তার, আদরী আক্তার, ফাতেমা আক্তারসহ বিভিন্ন দলের নারী ও কিশোরী।

মানববন্ধনে থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বলেন, ‘আমরা বিষয়টি জানামাত্র ঘটনাস্থলে গিয়েছি। ওই নির্যাতিত নারীর পাশে দাঁড়িয়েছি। ঘটনার সাথে জরিত তিন ন আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি।#