নওগাঁ ১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

বদলগাছীতে গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢালায় তিন মাতব্বর আটক<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ২৯ আগস্ট ২০২৩ :

নওগাঁর বদলগাছীতে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক গৃহবধূকে শুদ্ধ করার নামে তার মাথায় চুল কেটে ন্যাড়া করে ঘোল ঢেলে দেয়ার অভিযোগে থানা পুলিশ তিন কথিত মাতব্বরকে আটক করেছে।

আটকরা হলো উপজেলার বাঁশপাড়া গ্রামের অভিযুক্ত গ্রাম্য মাতবর বিমল পাহান (৩৮), সুবাস পাহান (৪৫) ও ধামইরহাট উপজেলার ইনসিরা গ্রামের ভবেশ পাহান (৫২)। সোমবার (২৮ আগস্ট) দিবাগত রাতে নির্যাতিতা গৃহবধূ বাদি হয়ে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে। মামলার আরও দুই আসামি রঞ্জনা রাণী ও শংকরি রাণী পলাতক আছে।

 

মামলায় ওই গৃহবধূ অভিযোগ করেন যে, দু’সপ্তাহ আগে তাকে পরকীয়ার অপবাদ দিয়ে গ্রামে সালিশের উদ্যোগ নেওয়া হলে বিষয়টি জানার পর গৃহবধূর মা তার বাড়িতে এসে তাকে তার বাবার বাড়ি নিয়ে যান। গত ২৬ আগস্ট তার শাশুড়ি আবার তাকে তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে নিয়ে আসেন। এরপর গ্রামের মাতব্বররা তাকে সমাজচ্যুত করতে সোমবার সকাল ৯টার দিকে দলবদ্ধ হয়ে তার বাড়িতে আসেন। বিমল পাহানের হুকুমে সুবাশ, রঞ্জনা, শংকরিসহ কয়েকজন জোড় করে তার মাথার চুল কেটে ন্যাড়া করে ঘোল ঢেলে দেয়। এরপর তাকে ভয়ভীতি দেখিয়ে চলে যায়।
ওই গৃহবধূ জানান, কারও সাথে তার অনৈতিক সম্পর্ক নেই।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতিয়ার রহমান জানান, মামলার পর আত্মগোপনে থানা আসামি বিমলকে বদলগাছীর জাবারীপুর এলাকা থেকে, সুবাসকে গয়েশপুর এলাকা থেকে এবং ভবেশকে ধামইরহাট উপজেলার ইসবপুর থেকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।#

আপলোডকারীর তথ্য

বদলগাছীতে গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢালায় তিন মাতব্বর আটক<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০১:১৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
Spread the love

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ২৯ আগস্ট ২০২৩ :

নওগাঁর বদলগাছীতে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক গৃহবধূকে শুদ্ধ করার নামে তার মাথায় চুল কেটে ন্যাড়া করে ঘোল ঢেলে দেয়ার অভিযোগে থানা পুলিশ তিন কথিত মাতব্বরকে আটক করেছে।

আটকরা হলো উপজেলার বাঁশপাড়া গ্রামের অভিযুক্ত গ্রাম্য মাতবর বিমল পাহান (৩৮), সুবাস পাহান (৪৫) ও ধামইরহাট উপজেলার ইনসিরা গ্রামের ভবেশ পাহান (৫২)। সোমবার (২৮ আগস্ট) দিবাগত রাতে নির্যাতিতা গৃহবধূ বাদি হয়ে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে। মামলার আরও দুই আসামি রঞ্জনা রাণী ও শংকরি রাণী পলাতক আছে।

 

মামলায় ওই গৃহবধূ অভিযোগ করেন যে, দু’সপ্তাহ আগে তাকে পরকীয়ার অপবাদ দিয়ে গ্রামে সালিশের উদ্যোগ নেওয়া হলে বিষয়টি জানার পর গৃহবধূর মা তার বাড়িতে এসে তাকে তার বাবার বাড়ি নিয়ে যান। গত ২৬ আগস্ট তার শাশুড়ি আবার তাকে তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে নিয়ে আসেন। এরপর গ্রামের মাতব্বররা তাকে সমাজচ্যুত করতে সোমবার সকাল ৯টার দিকে দলবদ্ধ হয়ে তার বাড়িতে আসেন। বিমল পাহানের হুকুমে সুবাশ, রঞ্জনা, শংকরিসহ কয়েকজন জোড় করে তার মাথার চুল কেটে ন্যাড়া করে ঘোল ঢেলে দেয়। এরপর তাকে ভয়ভীতি দেখিয়ে চলে যায়।
ওই গৃহবধূ জানান, কারও সাথে তার অনৈতিক সম্পর্ক নেই।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতিয়ার রহমান জানান, মামলার পর আত্মগোপনে থানা আসামি বিমলকে বদলগাছীর জাবারীপুর এলাকা থেকে, সুবাসকে গয়েশপুর এলাকা থেকে এবং ভবেশকে ধামইরহাট উপজেলার ইসবপুর থেকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।#