মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ৪ জানুয়ারী ২০২০ :
বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার সকালে নওগাঁ জেলা ছাত্রলীগের উদ্যোগে বিস্তারিত কর্মসূচী পালন করা হয়।
এ উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সেখানে এক মিনিট নীরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচান সভার আয়োজন করা হয়।
অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ বাদল, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি একরাামুল বারী ডলার, তুহিন মোল্লা, রিয়াজ খান, জুন, শীতল খান, যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময়, তারেক, সজিব, পৌর ছাত্রলীগের সভাপতি রিফাত তানজিম, সাধারণ সম্পাদক তারেক, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি বাহাদুর, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেকসহ জেলা ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। #