নওগাঁ ০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

ধামইরহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ১০ আগস্ট ২০২৩ :

নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। বৃহস্পাতবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা পারগানা বাইসি’র আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

কারিতাস বাংলাদেশ, ওয়েভ ফাউন্ডেশন, মুন্ডা এসোসিয়েশনে ও ধামইরহাট আদিবাসী সমবায় সমিতির সহযোগিতায় উপজেলা পারগানা সেবাস্তিয়ান হেমরমের সভাপতিত্বে ও সম্পাদক কুরশি পাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা মাথাই টুডু।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বেনীদুয়ার ক্যাথলিক চার্চের পালপুরোহিত ফাদার মাইকেল কোড়াইয়া, আদিবাসী বহুমূখী সমবায় সমিতির সভাপতি ইশ্বর মার্ডি, সম্পাদক বিশ্বনাথ টুডু, আদিবাসী নেতা জিল্লু মার্ডি, নরেন হাসদা, কারিতাস প্রতিনিধি পুষ্পিতা মার্ডী, মুন্ডা এসোসিয়েশনের সভাপতি অমিত পাহান, সম্পাদন মিলন পাহান, মুন্ডা এসোসিয়েশনের নেতা পিন্টু পাহান, আদিবাসী নেতা সুধির এক্কা প্রমুখ।

সবশেষে আদিবাসী কৃষ্টি-কালচার ভিত্তিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। বক্তারা ক্ষুদ্র ন-ৃগোষ্ঠীর ১৫ দফা দাবী বাস্তবায়নে সংসদ সদস্য বরাবর স্মারকলিপি প্রদানের কথা জানান।

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

ধামইরহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৫:৩৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩

মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ১০ আগস্ট ২০২৩ :

নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। বৃহস্পাতবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা পারগানা বাইসি’র আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

কারিতাস বাংলাদেশ, ওয়েভ ফাউন্ডেশন, মুন্ডা এসোসিয়েশনে ও ধামইরহাট আদিবাসী সমবায় সমিতির সহযোগিতায় উপজেলা পারগানা সেবাস্তিয়ান হেমরমের সভাপতিত্বে ও সম্পাদক কুরশি পাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা মাথাই টুডু।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বেনীদুয়ার ক্যাথলিক চার্চের পালপুরোহিত ফাদার মাইকেল কোড়াইয়া, আদিবাসী বহুমূখী সমবায় সমিতির সভাপতি ইশ্বর মার্ডি, সম্পাদক বিশ্বনাথ টুডু, আদিবাসী নেতা জিল্লু মার্ডি, নরেন হাসদা, কারিতাস প্রতিনিধি পুষ্পিতা মার্ডী, মুন্ডা এসোসিয়েশনের সভাপতি অমিত পাহান, সম্পাদন মিলন পাহান, মুন্ডা এসোসিয়েশনের নেতা পিন্টু পাহান, আদিবাসী নেতা সুধির এক্কা প্রমুখ।

সবশেষে আদিবাসী কৃষ্টি-কালচার ভিত্তিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। বক্তারা ক্ষুদ্র ন-ৃগোষ্ঠীর ১৫ দফা দাবী বাস্তবায়নে সংসদ সদস্য বরাবর স্মারকলিপি প্রদানের কথা জানান।