নওগাঁ ১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

রাণীনগরে সাংবাদিকের মোটরসাইকেল চুরি<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, রাণীনগর (নওগাঁ), ১০ জুলাই ২০২৩ : নওগাঁর রাণীনগর থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরির সিসিটিভির দৃশ্য

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ১০ জুলাই ২০২৩ :

নওগাঁর রাণীনগরে সাংবাদিকের মোটরসাইকেল চুরি হয়েছে। সোমবার (১০ জুলাই) সকালে প্রেসক্লাবের সিঁড়ির নিচ থেকে এটি চুরি করা হয়।

উপজেলা সদরের সাংবাদিক সাংবাদিক সাইফুল ইসলাম জানান, সকাল ৯টায় তিনি রাণীনগর প্রেস ক্লাব ভবনের সিঁড়ির নিচে তার ব্যবহৃত ১৫০ সিসির পালসার মোটরসাইকেল (নওগাঁ-ল-১২-৫৯৪৪) রেখে হলরুমে আয়োজিত এক সভায় যোগ দেন। দুপুরে সভা নিচে নেমে সেটি আর দেখতে পাননি।

পরে বিষয়টি থানা পুলিশে জানালে সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধারে তৎপরতা শুরু করে। সিসিটিভিতে দেখা যায় খয়েরি রঙের প্যান্ট, কমলা রঙের টিশার্ট, রাবারের স্যান্ড্রেল ও মুখে সবুজ রঙের মাস্ক পড়া এক যুবক মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাচ্ছেন।

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা জানান, খবর পাবার সাথে সাথেই উদ্ধারের উদ্যোগ নেয়া হয়েছে। দ্রুতই সেটি উদ্ধার করতে সক্ষম হবেন বলেও জানান।#

আপলোডকারীর তথ্য

রাণীনগরে সাংবাদিকের মোটরসাইকেল চুরি<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০২:০০:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ১০ জুলাই ২০২৩ :

নওগাঁর রাণীনগরে সাংবাদিকের মোটরসাইকেল চুরি হয়েছে। সোমবার (১০ জুলাই) সকালে প্রেসক্লাবের সিঁড়ির নিচ থেকে এটি চুরি করা হয়।

উপজেলা সদরের সাংবাদিক সাংবাদিক সাইফুল ইসলাম জানান, সকাল ৯টায় তিনি রাণীনগর প্রেস ক্লাব ভবনের সিঁড়ির নিচে তার ব্যবহৃত ১৫০ সিসির পালসার মোটরসাইকেল (নওগাঁ-ল-১২-৫৯৪৪) রেখে হলরুমে আয়োজিত এক সভায় যোগ দেন। দুপুরে সভা নিচে নেমে সেটি আর দেখতে পাননি।

পরে বিষয়টি থানা পুলিশে জানালে সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধারে তৎপরতা শুরু করে। সিসিটিভিতে দেখা যায় খয়েরি রঙের প্যান্ট, কমলা রঙের টিশার্ট, রাবারের স্যান্ড্রেল ও মুখে সবুজ রঙের মাস্ক পড়া এক যুবক মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাচ্ছেন।

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা জানান, খবর পাবার সাথে সাথেই উদ্ধারের উদ্যোগ নেয়া হয়েছে। দ্রুতই সেটি উদ্ধার করতে সক্ষম হবেন বলেও জানান।#