নওগাঁ ১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

ধামইরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ৩ জুলাই ২০২৩ :

নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে মমিনুর রহমান (২২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মইশড় গ্রামের আজিজুর রহমানের ছেলে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, সোমবার (৩ জুলাই) দুপুরে মমিনুর বাড়ির পাশে কালুপাড়া মাঠে পাওয়ার টিলার চালিয়ে আউসের ক্ষেত চাষের কাজ করছিলেন। এসময় প্রচন্ড শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনায় জাহিরুল ইসলাম নামে আরও একজন আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করেন।#

আপলোডকারীর তথ্য

ধামইরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১২:১৭:২০ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ৩ জুলাই ২০২৩ :

নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে মমিনুর রহমান (২২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মইশড় গ্রামের আজিজুর রহমানের ছেলে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, সোমবার (৩ জুলাই) দুপুরে মমিনুর বাড়ির পাশে কালুপাড়া মাঠে পাওয়ার টিলার চালিয়ে আউসের ক্ষেত চাষের কাজ করছিলেন। এসময় প্রচন্ড শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনায় জাহিরুল ইসলাম নামে আরও একজন আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করেন।#