প্রকাশের সময় :
১১:৩৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
৮৯৮
মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ২ জুলাই ২০২৩ :
নওগাঁর বদলগাছী থানা পুলিশ অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ জিল্লুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে উপজেলার কোলা ইউনিয়নের কয়াভবানী গ্রামের নজরুল ইসলামের ছেলে।
রোববার (২ জুলাই) দুপুরে বদলগাছী থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল পৌনে ১০টায় সঙ্গীয় ফোর্স নিয়ে জিল্লুর রহমানের বাড়িতে অভিযান চালালে তার বাড়িতে চালের ড্রামের ভিতর এবং মাটির গর্তে লুকিয়ে রাখা ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাকে নওগাঁ কোর্টে পাঠানো হয়।#