প্রকাশের সময় :
০১:২৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
৮৯৩
মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ২৪ জুন ২০২৩ :
নওগাঁর আত্রাইয়ে তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ জুন) সকালে ‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে আয়োজিত সমাবেশে উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতে কেটে মেলার উদ্বোধন করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাপস কুমার রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা দিপক কুমার সাহা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিত কুমার কুন্ডু, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন প্রমুখ তার সঙ্গে ছিলেন।
এরআগে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উদ্বোধন শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। এবার মেলায় ২৫টি স্টলে বিভিন্ন গাছের চারা প্রদর্শন করা হচ্ছে।#