মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ৪ জানুয়ারী ২০২০ :
শুক্রবার বেলা ১১ টায় নওগাঁ সদর মডেল থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গনে দু:স্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
এ উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান বিপিএম প্রধান অতিথি হিসাবে উপস্থেত থেকে ৩০০ দু:স্থের মধ্যে কম্বল বিতরণ করেন।
অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারজানা হোসেন, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাছিমুল হক বুলবুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দীপক কুমার দেব প্রমুখ এতে উপস্থিত ছিলেন। #