প্রকাশের সময় :
০৯:১৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
২৩১১
Spread the love
মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ২৮ এপ্রিল ২০২৩ :
নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে সোনা চোরাচালানের সময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ৬টি সোনার বারসহ মো: কিবরিয়া (৪০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে। সে উপজেলার চকশবদল গ্রামের মো: আলাউদ্দিনের ছেলে। শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার ধামইরহাট সীমান্ত দিয়ে ভারতে সোনার একটি চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে বিজিবি সদস্যরা চকিলাম সীমান্ত এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে কিবরিয়া পালানোর চেষ্টা করলে বিজিবির সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। তাকে তল্লাশি চালিয়ে মোট ৬৯৯ দশমিক ৪৮ গ্রাম ওজনের ৬টি সোনার বার উদ্ধার করে। এর বাজারমূল্য ৫৩ লাখ ১৩ হাজার ২৩১ টাকা।
পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন জানান, আটক কিবরিয়াকে ধামইরহাট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে এবং উদ্ধার করা সোনার বারগুলো নওগাঁ ট্রেজারিতে জমা দেয়ার প্রক্রিয়া চলছে। নওগাঁ সীমান্ত দিয়ে চোরাচালানকালে সোনা উদ্ধারের ঘটনা এটিই প্রথম। কিবরিয়ার বিরুদ্ধে এর আগেও মাদক পাচারের মামলা হয়েছে। এরসাথে আরও কেউ জড়িত কিনা তা মনিটরিং করা হচ্ছে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।#