প্রকাশের সময় :
০৩:১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
৯২৫
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১৪ মার্চ ২০২৩ :
নওগাঁয় পাঁচশ’ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে নওগাঁ সদর উপজেলার শালুকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জার্মান দাতা সংস্থা ‘মুসলিম হেলফেন’ এর অর্থায়নে ‘সোস্যাল এইড’ এর সহযোগিতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রানী’র উদ্যোগে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এসময় নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম রবিন, জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, আত্রাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, সোস্যাল এইডের নির্রাহী পরিচালক বাবুল আকতার, রানীর প্রধান নির্বাহী ফজলুল হক খান, সাংবাদিক এ এস এম রায়হান আলম, শালুকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নওগাঁ সদরসহ বিভিন্ন উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচশ’ শিক্ষার্থীর প্রত্যেককে ছয়টি করে খাতা, কলম ও অন্যান্য উপকরণ দেয়া হয়। #