মহাদেবপুর দর্পণ, মোছা: কাজী রওশন জাহান, নওগাঁ, ১ জানুয়ারী ২০২০ :
সোমবার বিকেলে নওগাঁর পত্নীতলায় নজিপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, অভিভাবক সমাবেশ ও বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আলহাজ্ব এ্যাডভোকেট আব্দুল খালেক চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল করিম চৌধুরী বাবু, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল চক্রবর্তী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
প্রাক্তন প্রধান শিক্ষক সৈয়দ লতিফর রহমান এতে সভাপতিত্ব করেন।
প্রধান শিক্ষক গোলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কাউন্সিলর অরুন পাল, স্বদেশ চন্দ্র মন্ডল, সাংবাদিক দিলিপ চৌহান, গোপাল ঘোষ, সহকারী শিক্ষক তিথী রানী মহন্ত, মেসবাহুল আলম প্রমুখ।
প্রধান অতিথি বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন।#