প্রকাশের সময় :
০২:৫৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
৫১১৬
Spread the love
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১০ মার্চ ২০২৩ :
নওগাঁয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের রোগমুক্তি কামনায় দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এই দোওয়া অনুষ্ঠিত হয়। মুনাজাত করেন নওগাঁ তরফদারপাড়া জামেহ মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, আব্দুর রহমান, শাকিল আহম্মেদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গির সোহেল, বিভাস মজুমদার গোপাল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাসেল আহম্মেদ, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ লাল, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভি, সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউলসহ আওয়ামলী লীগ, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে মন্ত্রীর রোগমুক্তি কামনায় তাঁর নির্বাচনী এলাকা জেলার সাপাহার, নিয়ামতপুর ও পোরশা উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে বাদ জুম্মা মসজিদে মসজিদে দোওয়া পরিচালনা করা হয়েছে। উপজেলাগুলোতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সব মসজিদে বিশেষ মুনাজাত পরিচালনার জন্য অনুরোধ জানানো হলে সর্বস্তরের মানুষ মুনাজাতে অংশ নেন।
গত ৫ মার্চ পিত্তথলির প্রদাহজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন খাদ্যমন্ত্রী। উন্নত চিকিৎসায় সেদিনই তাকে এয়ার এম্বোলেন্সে করে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তার শারিরীক অবস্থা অনেকটা ভালো বলে জানিয়েছেন তার জন সংযোগ কর্মকর্তা কামাল হোসেন।#