প্রকাশের সময় :
০১:২৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
৯১০
Spread the love
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১০ মার্চ ২০২৩ :
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপির সুস্থ্যতা কামনা করে মসজিদে মসজিদে দোওয়া পরিচালনা করা হয়েছে। মন্ত্রীর সুস্থ্যতা কামনায় বিশেষ মুনাজাতে অংশ নেন তাঁর নির্বাচনী এলাকার নওগাঁ-৩ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) সর্বস্তরের মানুষ। শুক্রবার (১০ মার্চ) বাদ জুম্মা নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামেহ মসজিদে দোওয়ায় অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। মুনাজাত শেষে তিনি বলেন, ‘খাদ্যমন্ত্রীর দ্রুত রোগমুক্তি চেয়ে দোওয়া করেছি। শিগগিরই তিনি আমাদের মাঝে ফিরে আসবেন।’
এখানে দোওয়া পরিচালনা করেন পেশ ইমাম মাহবুব রহমান। মুনাজাতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও দল মত নির্বিশেষে কয়েক হাজার সাধারণ মানুষ অংশ নেন।
এছাড়া উপজেলা সদরের মডেল মসজিদ, থানা জামে মসজিদসহ উপজেলার সকল মসজিদে দোওয়া অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের পক্ষ থেকে সকল মসজিদ কর্তৃপক্ষকে দোওয়া পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, মন্ত্রী আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিলের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে গত ১ মার্চ নওগাঁয় আসেন। ৩ মার্চ পোরশায় রাজনৈতিক কর্মসূচি চলাকালে অসুস্থ্য বোধ করেন তিনি। সন্ধ্যায় স্থানীয় চিকিৎসকদের পরামর্শে পরীক্ষা করালে মন্ত্রীর পিত্তথলিতে ইনফেকশন ধরা পড়ে। তাঁর অবস্থার অবনতি হতে থাকলে গত রোববার এয়ার এ্যাম্বুলেন্সযোগে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে নেয়া হয়। বর্তমানে তিনি সেখানে আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।#