ভরা বর্ষায় নদীর পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে সেঁচ দেয়ার জন্য নওগাঁর আত্রাই উপজেলার শুটকিগাছায় নির্মাণ করা হয় একটি অত্যাধুনিক রাবার ড্যাম। মেশিনের সাহায্যে ড্যাম ফুলিয়ে ধরে রাখা হয় নদীর একপাশের পানি। নির্মাণের প্রথম দুবছর ভালোই চলেছে এটি। শুকনো মৌসুমে চাষীরা সুবিধামত সেঁচ দিয়েছেন এ পানি দিয়ে। কিন্তু এরপরই এটি অকেজো হয়ে পড়ে। গত তিন বছর ধরে এ অবস্থায় পড়ে রয়েছে রাবার ড্যামটি। এ থেকে চাষীরা কোনই সুবিধা পাচ্ছেন না। ফলে এটি নির্মাণের ১৯ কোটি টাকাই জলে পড়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় চাষীরা।
সংশ্লিষ্টরা জানান, ২০১২ সালে এটির নির্মাণ কাজ শুরু হলেও শেষ হয় ২০১৭ সালে। ওই ড্যাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন আহমেদ বলেন, ‘এত টাকা ব্যয়ে ড্যামটি নির্মাণ করা হয়েছে, কিন্তু প্রকল্পটি এত অল্প সময়ে নষ্ট হবে তা বোঝা যায়নি। তিন বছর হচ্ছে রাবার ড্যামটি নষ্ট হয়ে পড়ে আছে। এটি সচল করার কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। আমরা কমিটির পক্ষ থেকে দফায় দফায় যোগাযোগ করেছি উপজেলা নিবার্হী অফিসারের কাছে। জেলা এলজিইডি অফিসেও বেশ কয়েকবার যাওয়া হয়েছে। কিন্তু নষ্ট রাবার ড্যাম সচল করতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা চাই শিগগিরই এ রাবার ড্যাম সচল করা হোক।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নওগাঁর নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ জানান, বেশ কিছুদিন আগে রাবার ড্যামটি পরিদর্শনের জন্য ঢাকা থেকে একটি টিম এসেছিল। এরপর নষ্ট রাবার ড্যাম সচল করতে এরই মধ্যে ২১ লাখ টাকার প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রস্তাবনাটি পাস হলেই ঠিকাদার নিয়োগের মধ্য দিয়ে কাজ শুরু হবে। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব ড্যামটি সচল করতে।’#