নওগাঁয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভূমি সেবা ও ভূমি সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নওগাঁ সদর ফায়ার স্টেশনে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালকের দপ্তরের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মাহমুদুল হাসান এতে সভাপতিত্ব করেন। রিসোর্স পার্সন ছিলেন সদর উপজেলার বোয়ালিয়া-তিলকপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মৌদুদুর রহমান কল্লোল। এতে প্রোজেক্টরের মাধ্যমে সরাসরি অনলাইন থেকে জমির নামজারী বা খারিজের আবেদন করার নিয়ম, খতিয়ান সংগ্রহ, ভূল সংশোধন বা মিসকেস করার নিয়ম, ভূমি উন্নয়ন কর প্রদান ও অন্যান্য সেবা গ্রহনের পদ্ধতি তুলে ধরা হয়। মুক্ত আলোচনার মাধ্যমে ভূমি সমস্যা সমাধানে করনীয় বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
মৌদুদুর রহমান জানান, অনলাইনের মাধ্যমে মানুষ দ্রুত ভূমি সেবা পাচ্ছেন। এটি বর্তমান সরকারের যুগপোযোগী পদক্ষেপ ও দেশের অনেক বড় উন্নয়ন। এখন ঘরে বসেই ভূমি সংক্রান্ত অনেক সেবা পাওয়া যায়।
প্রশিক্ষণে জেলার বিভিন্ন ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত কর্মকর্তা ও কর্মচাররী অংশ নেন। #