নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় মহিলা আওয়ামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ এতে প্রধান অতিথি এবং সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম এতে সভাপতিত্ব করেন।
সাধারণ সম্পাদক শাহানাজ বেগমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরকার কামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। #